কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিসিসির চাকরি মেলা

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চাকরি মেলার আয়োজন করল আইসিটি বিভাগের আওতাধীন বিসিসি। ছবি : সংগৃহীত
প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চাকরি মেলার আয়োজন করল আইসিটি বিভাগের আওতাধীন বিসিসি। ছবি : সংগৃহীত

বিশেষভাবে সক্ষম বা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চাকরি মেলার আয়োজন করল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। শনিবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওস্থ এনজিওবিষয়ক ব্যুরোতে এই মেলা আয়োজিত হয়।

মেলায় সহযোগিতায় ছিল সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি (সিএসআইডি) এবং এনজিওবিষয়ক ব্যুরো। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় পলক বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা পরিশ্রমী। সুস্থ্য স্বাভাবিক তরুণ-তরুণীদের চেয়ে প্রতিবন্ধী ব্যক্তিরা বেশি মনোযোগ দিয়ে দায়িত্বশীলতার সঙ্গে কর্মক্ষেত্রে সেবা প্রদান করছে। প্রতিবন্ধীরা আমাদের ভাইবোন এবং তাদের সুযোগ দিতে হবে। প্রতিবন্ধীরা তাদের শ্রম, মেধা ও দায়িত্বশীলতা দিয়ে অন্যদের চেয়ে বেশি এগিয়ে থাকবে।

প্রতিবন্ধীদের জন্য উদ্যোক্তা মেলার আয়োজন করা হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রতিবন্ধীদের জন্য শুধু চাকরির মেলা নয়, প্রতিবন্ধীরা উদ্যোক্তা হয়ে আরও হাজার হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি করবে। ঘরে বসেই যেন প্রতিবন্ধীরা দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ নিতে পারেন সেজন্য ‘এম্পোরিয়া’ পোর্টাল ব্যবহারে আহ্বান জানান তিনি।

একই সময়ে তিনি এনজিওগুলোতেও যেন প্রতিবন্ধীদের চাকরি দেওয়া হয় সেজন্য এনজিও ব্যুরো মহাপরিচালককে অনুরোধ জানান।

বিসিসির নির্বাহী পরিচালক রণজিৎ কুমার চাকরি মেলা ২০২৪ এ স্বতঃস্ফূর্তভবে অংশ নেওয়া সব প্রতিষ্ঠান এবং প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সবার সম্মিলিত চেষ্টায় ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ নির্মাণের ক্ষেত্রে ‘ইনক্লিউসিভ ডেভেলপমেন্ট’-এর বিষয় উল্লেখ রয়েছে। সর্বশেষে সবার সঙ্গে প্রতিবন্ধী ব্যক্তি বা পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সঙ্গে নিয়েই ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মেলায় ৪৮টি আইসিটিভিত্তিক প্রতিষ্ঠান এবং চাকরিপ্রার্থী প্রতিবন্ধী ব্যক্তিরা অংশ নেন। এর আগে সারা দেশ থেকে পাঁচ শতাধিক ব্যক্তি অনলাইনে জীবনবৃত্তান্ত জমা দেন। এ ছাড়া, মেলায় সরাসরি উপস্থিত হয়েও প্রতিবন্ধী ব্যক্তি চাকরিপ্রার্থীরা জীবনবৃত্তান্ত জমা দেওয়ার সুযোগ পান। আয়োজকরা জানান, মেলায় অন্তত প্রায় ৫০ জন ব্যক্তির চাকরির সুযোগ রয়েছে। এদের মধ্যে ৩৫জন প্রতিবন্ধী ব্যক্তিদের হাতে এ আয়োজন উপলক্ষে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। এ ছাড়াও প্রায় দুই শতাধিক ব্যক্তিকে পরবর্তীতে সাক্ষাৎকারের জন্য তালিকাভুক্ত করা হবে।

অনুষ্ঠানে অন্যদের মাঝে আইসিটি বিভাগের সচিব সামসুল আরেফিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক সাইদুর রহমান এবং সিএসআইডির নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে হরতালের ডাক বিএনপির

নরসিংদীতে পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ২

যশোরে গুলিবিদ্ধ হানিফের মৃত্যু

ভৈরবে মৃত্যুর গুজবে বাড়িঘরে হামলা ভাঙচুর লুটপাট

‘খালেদা জিয়া ফের গণতন্ত্রের হাল ধরবেন’

নরসিংদীতে ট্রলির চাপায় কারারক্ষী নিহত

ক্ষমতায় থেকে দল গঠন মানুষ ভালোভাবে নেয় না : জোনায়েদ সাকি

সংখ্যালঘু সমস্যা সমাধানে ‘পৃথক নির্বাচন ব্যবস্থা’ দাবি হিন্দু মহাজোটের

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

শেখ হাসিনার দোসররা এখনো ঘাপটি মেরে আছে : অপর্ণা রায়

১০

রাজনীতিবিদদের স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে এগোতে হবে : গয়েশ্বর

১১

খুলনায় পূজা পরিষদের প্রতিনিধি সভা / সেনাবাহিনী না থাকলে কাউকে রক্ষা করতে পারতাম না

১২

সারজিসের বিয়ে নিয়ে ময়ূখ রঞ্জনের ফেসবুক স্ট্যাটাস

১৩

তিতুমীর শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা

১৪

এবার প্রকাশ্যে এলো তিতুমীর কলেজ ছাত্রশিবির

১৫

তিতুমীরের অনশনরত শিক্ষার্থীকে আশঙ্কাজনক অবস্থায় ঢামেকে ভর্তি

১৬

‘গণঅভ্যুত্থানের পর ঐক্য ধরে রাখতে না পারাটা সরকারের বড় ব্যর্থতা’

১৭

রান্নাঘরের আগুন কেড়ে নিল স্বামী-স্ত্রীর প্রাণ

১৮

সাঈদীর মুত্যু পরিকল্পিত মেডিকেল কিলিং হতে পারে : আজহারী

১৯

এবার আসাদকে ফেরাতে রাশিয়াকে শর্ত দিল সিরিয়া

২০
X