স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. তোফাজ্জল হোসেন (টিএইচ) খানের রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বাদ এশা রাজধানীর উত্তরায় একটি মসজিদে কোরআন খতম শেষে বিশেষ দোয়া মাহফিল হয়। ডা. টিএইচ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক, বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণবিষয়ক সহসম্পাদক ও ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের পিতা। যিনি গত ৪ ফেব্রুয়ারি উত্তরাস্থ নিজ বাসায় ইন্তেকাল করেন। দোয়া মাহফিলে ডা. টিএইচ খানের জন্য দোয়া কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য দেন তার বড় ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মেহেদী হাসান খান। পরে টিএইচ খানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মরহুমের পরিবারের সদস্যবৃন্দ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব এএসএম আব্দুল হালিম, বিএনপির কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতন, অনিন্দ্য ইসলাম অমিত, আব্দুল বারী ড্যানি, সাঈদ সোহরাব, শাহ রিয়াজুল হান্নান, ফজলে হুদা বাবুল, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, ওলামা দলের সাবেক সদস্য সচিব অধ্যক্ষ নজরুল ইসলাম তালুকদার, অধ্যাপক ড. আল মোজাদ্দেদী আলফেসানী, অধ্যাপক ড. কামরুল আহসান, অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম, অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, ড. মামুন অর রশিদ, ড. আবু জাফর খান, কৃষিবিদ গোলাম হাফিজ কেনেডি, অধ্যাপক ড. তৌফিকুল ইসলাম মিথিল, খান মো. মনোয়ারুল ইসলাম, ড. মফিদুল আলম, সাংবাদিক নেতা মুরসালিন নোমানী, সাঈদ খান, মাহমুদুল হাসান, বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান, প্রকৌশলী একেএম আসাদুজ্জামান চুন্নু, প্রকৌশলী মাহবুব আলম, উমাশা উমায়ন মনি চৌধুরী, প্রকৌশলী মেহেদী হাসান সোহেল, ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাদের মধ্যে আসাদুজ্জামান আসাদ, মনিরুল ইসলাম মনির, জসিম সিকদার রানা, তরিকুল ইসলাম তারিক, ফারহান আরিফ, সাইদুল ইসলাম, রাজু আহমেদসহ অনেকেই।
মন্তব্য করুন