মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ রয়েছে। রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৩টার দিকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়।
মেট্রো চলাচল হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় ভেতরে অনেক যাত্রী আটকা পড়েন। এতে চরম ভোগান্তিতে পড়েন তারা।
জানা গেছে, যান্ত্রিক গোলোযোগে মেট্রো চলাচল বন্ধ রয়েছে। সিগন্যাল সমস্যার কারণে চলাচলে বিঘ্ন ঘটেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মেট্রোরেল পরিচালনাকারী ঢাকা ম্যাস ট্র্যানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জনসংযোগের দায়িত্বে থাকা কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
মেট্রো বন্ধের কারণ জানিয়ে তিনি বলেন, সিগন্যাল সিস্টেমে অসুবিধার কারণে রেল সার্ভিসটি বন্ধ রাখা হয়েছে। লাইনের সমস্যার সমাধান হওয়ার সঙ্গে সঙ্গে মেট্রোরেল সার্ভিস আবার চালু করা হবে।
এদিকে তুরাগ তীরে তিন দিনব্যাপী প্রথম পর্বের বিশ্ব ইজতেমা রোববার (৪ জানুয়ারি) শেষ হওয়ার পর মানুষ নিজ নিজ গন্তব্যে ফিরতে শুরু করেছেন। এ সময় অনেকেই উত্তরা উত্তর মেট্রো স্টেশনে ভিড় জমান। যাত্রীর চাপে ওই স্টেশনের গেট বন্ধ করে দেওয়া হয়।
মন্তব্য করুন