বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে তিনি বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেন।
এবার ১১ ক্যাটাগরিতে ১৬ জনকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেয়াও হয়েছে। এর আগে বিকেলে ৩টার দিকে তিনি বাংলা একাডেমি প্রাঙ্গণে পৌঁছান প্রধানমন্ত্রী।
এবারের বইমেলার প্রতিপাদ্য হচ্ছে ‘পড়ো বই, গড়ো দেশ : বঙ্গবন্ধুর বাংলাদেশ (বই পড়ো, দেশ গড়ো : বঙ্গবন্ধুর বাংলাদেশ)।’
১ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে। তবে রাত সাড়ে ৮টার পর কেউ মেলায় প্রবেশ করতে পারবেন না। ছুটির দিন চলবে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকাল ৮টায় মেলা শুরু হয়ে চলবে রাত ৯টা পর্যন্ত। মেট্রোরেল স্টেশনের কারণে গতবারের মূল প্রবেশপথ এবার একটু সরিয়ে বাংলা একাডেমির মূল প্রবেশ পথের উল্টো দিকে অর্থাৎ মন্দির গেটটি মূল প্রবেশপথ হিসেবে ব্যবহৃত হবে।
অংশগ্রহণকারী অধিকাংশ প্রকাশনা সংস্থার স্টল-প্যাভিলিয়ন নির্মাণকাজ শেষ। এখন চলছে সাজসজ্জার কাজ। এ বিষয়ে বাংলা প্রকাশনীর প্রকাশক আহসান আল আজাদ বলেন, আমাদের স্টল নির্মাণকাজ প্রায় শেষ। শুধু কিছু সাজসজ্জার কাজ বাকি। আশা করি মেলা শুরুর দিন তা সম্পূর্ণ হয়ে যাবে।
মন্তব্য করুন