জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা মেট্রো ২০২৪ সালের জন্য বোর্ড গঠন করা হয়েছে। জাতিসংঘে কর্মরত মো. শরিফুল ইসলাম এই বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন। অন্যদিকে সাধারণ সম্পাদক হয়েছেন উদ্যোক্তা মুস্তাকিম হাসান।
এছাড়া বাংলালিংক- এর করপোরেট কমিউনিকেশন বিভাগের প্রধান তৌহিদ আহমেদ এবং ব্যবসায়ী ও উদ্যোক্তা আনন্দ কুটুম লোকাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, মিডিয়া ব্যক্তিত্ব ফারাবি হাফিজ, ব্যবসায়ী ব্যক্তিত্ব বেলাল মুন্না, যোগাযোগ কর্মকর্তা তানজিম ফেরদৌস এবং গবেষক নাইম আরেফিন ভাইস প্রেসিডেন্ট হিসেবে থাকছেন।
অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সায়েদ মঞ্জুরুল হক রনি (জেনারেল লিগ্যাল কাউন্সেল), বিশ্বজিত কুমার পাল (ট্রেজারার), ওয়াহিদা জামান সিথি (ট্রেনিং কমিশনার), এবং এলাহি শুভ (এক্সেকিউটিভ এসিস্ট্যান্ট টু দ্য এলপি)।
পরিচালকদের মধ্যে রয়েছেন- ইমরান হোসেন, রায়হান মাসুদ, অপরাজিতা সঙ্গীতা, আলম পিন্টু, তৌফিক হাসান, দিস ইসলাম রাজ, শাহাদাত হোসেন দীপ্ত, এবং এটিএম রাহাত মোহাম্মাদ।
দায়িত্ব নেয়ার পর বোর্ডের সভাপতি শরিফুল ইসলাম বলেন, আমাদের লক্ষ্য হল এই বোর্ডের সকলেই যেন কেবল মাত্র একজন সদস্য নয়, বরং প্রত্যেকেই যেন পরিবর্তনের কারিগর হতে পারেন তা নিশ্চিত করা। আসুন, এমন একটি সমাজ গড়ার অঙ্গীকারে একসাথে হই যেখানে নেতৃত্ব ও সম্প্রদায়ের চেতনা বিকাশ লাভ করে।
প্রসঙ্গত, ১৯১৫ সালে প্রতিষ্ঠিত জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল সারা বিশ্বের ১২৪টি দেশের ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণ পেশাজীবী ও উদ্যোক্তাদের নিয়ে গঠিত একটি অলাভজনক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা। বাংলাদেশে এর সদস্য সংখ্যা ৬ হাজারেরও বেশি। এই সদস্যরা একত্রে কাজ করছেন কমিউনিটি ও দেশের উন্নয়নে।
জেসিআই তরুণ নেতাদের অর্থপূর্ণ পরিবর্তনের জন্য এমন একটি প্ল্যাটফর্ম যার কাউন্সিল অফ ইউরোপ এবং ইউনেস্কোর মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থাগুলির সাথে একটি মর্যাদাপূর্ণ পরামর্শমূলক সম্পর্ক রয়েছে।
মন্তব্য করুন