কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ০৮:০৬ পিএম
অনলাইন সংস্করণ

টানা চতুর্থবার স্পিকার নির্বাচিত শিরীন শারমিন 

ড. শিরীন শারমিন চৌধুরী। ছবি : সংগৃহীত
ড. শিরীন শারমিন চৌধুরী। ছবি : সংগৃহীত

সংসদের প্রথম বৈঠকে ড. শিরীন শারমিন চৌধুরী টানা চতুর্থবারের মতো জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সংসদের প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচনের মধ্য দিয়ে এ সংসদের যাত্রা শুরু হয়।

এর আগে বিকেল ৩টায় একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুর সভাপতিত্বে সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।

অধিবেশনের শুরুতে ডেপুটি স্পিকার সবাইকে স্বাগত জানান। এরপর নতুন স্পিকার নির্বাচন করা হয়। সংসদে সড়ক পরিবহনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্পিকার হিসেবে শিরিন শারমিন চৌধুরীর নাম প্রস্তাব করেন। আওয়ামী লীগের সংসদীয় দলের সম্পাদক চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটন ওই প্রস্তাবকে সমর্থন করেন।

জানা যায়, স্পিকার হিসেবে অন্য কোনো মনোনয়ন ছিল না। পরে কণ্ঠভোটে স্পিকার নির্বাচিত হন। ডেপুটি স্পিকার এ সময় সর্বসম্মত ক্রমে ও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় শিরীন শারমিন চৌধুরী নির্বাচিত হয়েছেন বলে ঘোষণা করেন।

এরপর ২০ মিনিটের জন্য সংসদ মুলতবি করা হয়। এ সময় সংসদ ভবনস্থ রাষ্ট্রপতির কার্যালয়ে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন নতুন স্পিকারের শপথ পড়ান।

স্পিকার নির্বাচনের সময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদেরসহ সরকারি ও বিরোধী দলের প্রায় সকল সংসদ সদস্য সংসদের বৈঠকে উপস্থিত ছিলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ আসন থেকে নির্বাচিত হন শিরীন শারমিন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আবারও স্পিকার নির্বাচনের বিষয়ে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক থেকে সিদ্ধান্ত হয়েছে।

স্পিকার ছাড়াও ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু আবারও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া আওয়ামী লীগ। এবার টানা চতুর্থ মেয়াদে সরকারে সরকার গঠন করার পর গত ১৫ জানুয়ারি সংসদের অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ভোট হওয়া ২৯৯টি সংসদীয় আসনে আওয়ামী লীগ পেয়েছে ২২৩টি। বিরোধী দল জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন। স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে জয়ী হয়েছেন। এ ছাড়া ওয়ার্কার্স পার্টি, জাসদ ও কল্যাণ পার্টি পেয়েছে একটি করে আসন। স্থগিত হওয়া নওগাঁ-২ আসনে ভোট হবে আগামী ১২ ফেব্রুয়ারি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ধর্মীয় সহনশীলতা ও শান্তিপূর্ণ অবস্থানে বিশ্বে অনন্য : পররাষ্ট্র উপদেষ্টা

বৃহস্পতিবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

আইনজীবী নিহতের ঘটনায় আটক ২৭

দুপুরে শহীদ মিনারে সমাবেশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ইমরানের কথা অমান্য পিটিআইয়ের, বিক্ষোভে নতুন মোড়

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে রয়েছে যেসব শর্ত

‘জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের রক্তের ঋণ আমরা যেন ভুলে না যাই’

বাবার স্মৃতি ধরে রাখতে সন্তানের অনন্য প্রয়াস

কোনো উসকানিতে পা না দেওয়ার আহ্বান শিবিরের

আলমারি-টেবিল এখনো গুছিয়ে রাখছেন মা, কিন্তু ছেলে যে আর ফিরবে না

১০

রাজশাহীতে বোতলজাত সয়াবিন তেলের সংকট

১১

বায়ুদূষণের শীর্ষে সারায়েভো, ঢাকার কী পরিস্থিতি?

১২

নিকলীতে ১৪৫ হাঁস খামারে বেকারদের কর্মসংস্থান

১৩

সংলাপের আহ্বান প্রত্যাখ্যান করে ইমরান খানের কঠোর বার্তা

১৪

লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতি শুরু

১৫

‘আমাকে বাঁচাও, আমি বাঁচতে চাই’

১৬

চুইংগাম ভালো নাকি খারাপ?

১৭

২৭ নভেম্বর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৮

২৭ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

১৯

দুই বিভাগে বৃষ্টির পূর্বাভাস

২০
X