প্রধানমন্ত্রী শেখ হাসিনার অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে পুনরায় নিয়োগ পেলেন মুহাম্মদ আরিফুজ্জামান নূরনবী।
রোববার (২৮ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে আরিফুজ্জামান নূরনবী এর চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে।
এতে আরও বলা হয়েছে, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে আরিফুজ্জামানকে গ্রেড-৯ এর বেতনের সর্বোচ্চ ধাপ অর্থাৎ ৫৩০৬০ টাকা নির্ধারিত বেতনে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা সন্তুষ্টি (যেটি আগে ঘটে) প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাসাইনমেন্ট অফিসার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
মন্তব্য করুন