কনকনে শীতে কাঁপছে উত্তরের জনপদ। বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ, যা আরও বিস্তার লাভ করতে পারে। সেই সঙ্গে দেশের দুই বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানা গেছে।
পূর্বাভাসে বলা হয়েছে, নওগাঁ জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছ এবং তা বিস্তার লাভ করতে পারে। সেই সঙ্গে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।
এ ছাড়াও সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। মধ্যরাত থেকে শুরু হওয়া মাঝারি থেকে ঘন কুয়াশা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আর ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক পরিবহন চলাচল ব্যাহত হতে পারে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
মন্তব্য করুন