সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এক বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে সেবা সপ্তাহ ২০২৪ পালন করেছে।
র্যালিটি মঙ্গলবার (২ জানুয়ারি) সরকারি পরিবহন পুল ভবনের সামনে থেকে শুরু হয়ে সচিবালয় প্রদক্ষিণ শেষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সামনে এসে শেষ হয়। র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী।
ইসরাত চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সব সেবা ডিজিটাল পদ্ধতিতে দেওয়া হচ্ছে। এ মন্ত্রণালযের সেবাসংক্রান্ত সব তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সন্নিবেশিত করা হয়েছে। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কেউ এ মন্ত্রণালয়ের সেবা গ্রহণ করতে পারবেন।
র্যালিতে অন্যদের মধ্যে মন্ত্রণালয় অতিরিক্ত সচিব অলিউল্লাহ এনডিসি, কামরুন নাহারসহ মন্ত্রণালয় এবং এর অধীনস্থ দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন