দেড় মাস চালু থাকার পর আবারও বন্ধ হয়ে গেল বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। এ নিয়ে কয়েক দফা বন্ধ হলো ভারত-বাংলাদেশ যৌথ মালিকানায় নির্মিত কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি। এবার কেন্দ্রটিতে বিদ্যুৎ উৎপাদন এক সপ্তাহের মতো বন্ধ থাকতে পারে।
জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। এখন এটি পুনরায় চালু করতে কারিগরি ত্রুটি সারানোর কাজ চলছে। একই সঙ্গে নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজও করা হচ্ছে। টানা এক সপ্তাহ বৃষ্টি কম থাকায় বর্তমানে বিদ্যুতের চাহিদা কম। তাই এ সময় এটি বন্ধ থাকায় তেমন ঘাটতি তৈরি হবে না।
এর আগে ১৫ এপ্রিল বিদ্যুৎকেন্দ্রটি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায়। চার দিন পর এটি আবার চালু হয়। কিন্তু ডলার সংকটে কয়লা আমদানি করতে না পারায় ২৪ এপ্রিল এটি আবার বন্ধ করা হয়। ২৩ দিন পর ১৬ মে রাতে কেন্দ্রটিতে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। তবে আপাতত কেন্দ্রটিতে কয়লা সরবরাহের ঘাটতি নেই।
এক কর্মকর্তা জানান, বিদ্যুৎকেন্দ্রটি দেড় মাস ধরে টানা চলছিল। এর মধ্যে ছোটখাটো কিছু যান্ত্রিক ত্রুটিও ধরা পড়েছে। এক সপ্তাহের মধ্যে এটি আবার চালু হতে পারে।
গত বছরের ২৩ ডিসেম্বর রামপাল বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। কিন্তু কয়লার অভাবে ১৪ জানুয়ারি বন্ধ হয়ে যায় উৎপাদন। মূলত ডলার সংকটে ঋণপত্র খুলতে না পারায় কয়লা আমদানি নিয়ে জটিলতা দেখা দেয়। একপর্যায়ে কয়লার অভাবে বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ হয়ে যায়। এক মাস পর আবার উৎপাদনে ফেরে বিদ্যুৎকেন্দ্রটি। বিদ্যুৎকেন্দ্রটির একটি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন করতে দিনে পাঁচ হাজার টন কয়লা লাগে। একটি জাহাজ এলে এক সপ্তাহের মতো বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন সচল রাখা যায়। বিদ্যুৎকেন্দ্রে ৬৬০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট আছে।
মন্তব্য করুন