কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ

চলতি মাসে আবহাওয়া নিয়ে দুঃসংবাদ

পুরোনো ছবি
পুরোনো ছবি

মৌসুমি ভারি বৃষ্টিপাতজনিত কারণে জুলাই মাসে দেশের মধ্যাঞ্চলসহ উত্তরাঞ্চল, পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল ও পার্বত্য অববাহিকায় বন্যা হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (২ জুলাই) দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসের বিশেষজ্ঞ কমিটির সভা শেষে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, জুলাইয়ে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এই মাসে দেশের উত্তর–পশ্চিম ও মধ্যাঞ্চলে একটি বিজলিসহ বজ্র-ঝড় হতে পারে। আর সারা দেশে তিন থেকে পাঁচটি হালকা বজ্র-ঝড় হতে পারে।

এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, আগামী দুই-এক দিন ঢাকা শহরে বৃষ্টি কম হতে পারে। তবে ঢাকার আশপাশের জেলাগুলোতে বৃষ্টি বাড়তে পারে। এ সময় উত্তরাঞ্চলসহ সিলেট বিভাগেও বৃষ্টি বাড়তে পারে। এতে এসব এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

সাধারণত জুলাই মাসে দেশের ভেতরে এবং উজানে ভারতীয় অংশে সবচেয়ে বেশি বৃষ্টি হয়। চলতি মাসে ওই একই পূর্বাভাস দিয়ে বলা হয়েছে, এই মাসে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল, উত্তর-মধ্যাঞ্চল এবং মধ্যাঞ্চলে স্বাভাবিক মৌসুমি বন্যা হতে পারে। সেই সঙ্গে দেশের পূর্ব-দক্ষিণাঞ্চলে হঠাৎ পাহাড়ি বন্যা হতে পারে। এসব বন্যা অবশ্য খুব বেশিদিন স্থায়ী হওয়ার আশঙ্কা নেই বলে মনে করছে সংস্থাটি।

চলতি মাসে বন্যার পাশাপাশি দেশের কয়েকটি জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কাও আছে। বিচ্ছিন্নভাবে ওই তাপপ্রবাহ বয়ে যাওয়ার সময় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হতে পারে।

এদিকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চলের তিস্তা ও ব্রহ্মপুত্র অববাহিকা এবং সিলেট বিভাগের নদ-নদীগুলোর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে উত্তরাঞ্চল ও সিলেট বিভাগে স্বল্পমেয়াদি বন্যা হতে পারে। আগামী কয়েক দিন গঙ্গা অববাহিকায় বৃষ্টি ঝরে পানি বাড়তে পারে। তবে এখনই পানি বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা নেই।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে নেত্রকোনায় ১৮৯ মিলিমিটার। আর ঢাকায় ১১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। অপরদিকে দেশে সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। অন্যান্য এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের পরিস্থিতি নজরদারিতে রেখেছে সেনাবাহিনী

ইউএনওর বদলি ঠেকাতে চান এলাকাবাসী

১৩ হাজার বেতনে প্রেমিকাকে দিয়েছেন ফ্ল্যাট, চড়েন বিএমডব্লিউতে!

বিশ্বের সর্ববৃহৎ জলবিদ্যুৎ বাঁধ দিচ্ছে চীন, প্রভাব পড়তে পারে বাংলাদেশেও

সোনা চোরাচালানের দায়ে বিমান জব্দ

কেএফসি এখন রাজশাহী ও কুমিল্লাতে

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইলেন সমন্বয়ক তরিকুল

জামায়াত গণমানুষের কাছে পরিক্ষিত শক্তি : সেলিম উদ্দিন

সেই কানুর ফাঁসি চেয়েছিল আ.লীগ

ওমরাহ পালনকারীদের জন্য নতুন ঘোষণা

১০

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ষড়যন্ত্র : সারজিস

১১

আগামী জুনের মধ্যেই নির্বাচন চান লায়ন ফারুক

১২

কম্বল বিতরণ না করেই ফিরলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

১৩

অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি নিয়ে ক্রমেই অনিশ্চয়তা বাড়ছে

১৪

রিমান্ড শেষে কামরুল ইসলাম ও সোলায়মান সেলিম কারাগারে

১৫

পূর্বাচলের সরকারি প্লটে অনিয়ম / শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

১৬

আগামী নির্বাচনে ইভিএমে ভোট হবে না : বদিউল আলম

১৭

ঢাবিতে দেশের একমাত্র নন-ফিকশন বইমেলা ২৮ ডিসেম্বর শুরু

১৮

স্ত্রীকে উপহার দিতে পৌরসভার ‘লাভ চিহ্ন’ চুরি, অতঃপর...

১৯

বিশ্বমানের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট প্রোগ্রাম এখন ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশে

২০
X