প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ জয়। তিনি প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ছেলে এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র। এ ছাড়া রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির ৯৭ সদস্যের প্রথম সদস্য তিনি।
সজীব ওয়াজেদ জয় ১৯৭১ সালের ২৭ জুলাই স্বাধীনতাযুদ্ধ চলার সময় জন্মগ্রহণ করেন। তার বাবা এমএ ওয়াজেদ মিয়া খ্যাতনামা পরমাণুবিজ্ঞানী ও মা শেখ হাসিনা প্রধানমন্ত্রী এবং ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতি। তার নানা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নারকীয় হত্যাকাণ্ডের শিকার হলে শেখ হাসিনার সঙ্গে জার্মানি ও লন্ডন হয়ে ভারতে রাজনৈতিক আশ্রয় নেন জয়। ফলে তার শৈশব ও কৈশোর কেটেছে প্রতিবেশী দেশ ভারতে।
সজীব ওয়াজেদ জয় ভারতের নৈনিতালের সেন্ট জোসেফ কলেজ থেকে স্নাতক করেন। পরে যুক্তরাষ্ট্রের দ্য ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট আর্লিংটন থেকে কম্পিউটারবিজ্ঞানে স্নাতক করেন। পরবর্তীতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক-প্রশাসন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বাস করছেন প্রধানমন্ত্রীপুত্র জয়।
সজীব ওয়াজেদ জয় ২০১৯ সাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা হিসেবে কর্মরত। এর আগে আওয়ামী লীগের বিগত মেয়াদের সরকারে ২০১৪ সালেও প্রধানমন্ত্রীর অবৈতনিক উপদেষ্টা হিসেবে নিয়োগ পান বঙ্গবন্ধুর এই দৌহিত্র।
চলতি বছরের (২০২৩) ১১ ফেব্রুয়ারি গঠিত রংপুর জেলা আওয়ামী লীগের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে একজন আহ্বায়ক ও তিনজনকে যুগ্ম আহ্বায়ক করে কমিটি অনুমোদন হয়। যেখানে বাকি ৯৭ জন সদস্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে ওই কমিটির এক নম্বর সদস্য করা হয়েছে। এর আগে ২০১০ সালের ২৫ ফেব্রুয়ারি তাকে পিতৃভূমি রংপুর জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ দেওয়া হয়।
জয় ২০০২ সালের ২৬ অক্টোবর যুক্তরাষ্ট্রের নাগরিক ক্রিস্টিন ওয়াজেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের সোফিয়া ওয়াজেদ নামে এক কন্যাসন্তান রয়েছে।
মন্তব্য করুন