কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩, ০৮:১৩ এএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ০৯:০১ এএম
অনলাইন সংস্করণ

‘মিধিলি’ ৪১৫ কিমি দূরে, কখন আঘাত হানবে?

বাংলাদেশের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় মিধিলি। ছবি : সংগৃহীত
বাংলাদেশের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় মিধিলি। ছবি : সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ‘মিধিলি’ মধ্যরাতে পায়রা সমুদ্রবন্দর থেকে ৪১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি শুক্রবার সকালে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

আজ শুক্রবার (১৭ নভেম্বর) সকালে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপ ‘মিধিলি’ উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি গত মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫৫৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিম, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫২০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিম, মোংলা সমুদ্রবন্দর থেকে ৪২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৪১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে।

আজ দুপুর থেকে সন্ধ্যার মধ্যে দেশের ১১ জেলায় আঘাত হানতে পারে এ ঝড়। ভারতের আবহাওয়াবিদরা জানিয়েছেন, গভীর নিম্নচাপটি শুক্রবার সকাল নাগাদ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আর এটি ওই দিন বিকেলে বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে। এ ক্ষেত্রে ঝড়টি বাংলাদেশের মোংলা ও পটুয়াখালীর খেপুপাড়ার মাঝ দিয়ে স্থলভাগে উঠে আসতে পারে।

গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের কাছের এলাকায় সাগর উত্তাল রয়েছে।

গভীর নিম্নচাপটির অগ্রবর্তী অংশের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং এর অদূরবর্তী দ্বীপও চরের ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়াসহ মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ অব্যাহত রয়েছে।

এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান জানিয়েছেন, ঘূর্ণিঝড়টি বাংলাদেশের দিকেই আসছে। পটুয়াখালীর খেপুপাড়া থেকে চট্টগ্রামের উপকূলের মাঝবরাবর এটি চলে যাবে। ভোলা জেলার দিকেই এর মূল অংশ যেতে পারে। নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলেও এটি খুব বড় আকারের হবে না।

তিনি বলেন, এটি ছোট আকারের ঘূর্ণিঝড় হতে পারে। তবুও এর মোকাবিলার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে।

নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টি সারা দেশে শীত নামিয়ে আনতে কিছুটা সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

তারা জানান, নিম্নচাপ কেটে যাওয়ার পর কয়েকদিনের ব্যবধানে আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এ মাসের শেষ দিকে আবারও একটি নিম্নচাপ হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার আহ্বান ইসলামী আন্দোলনের

ফেইক কথা না বলে পরিষ্কার করে বলেন নির্বাচন কবে হবে : মির্জা ফখরুল

গণঅভ্যুত্থান পরবর্তী নতুন দলগুলোর সম্ভাবনা ও চ্যালেঞ্জ

জিন তাড়ানোর কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা, অতঃপর...

খুবি সাংবাদিক সমিতির সভাপতি রমিন, সম্পাদক মিরাজ

‘একটা ম্যাচ দেখে সমালোচনা যারা করে, তারা খেলা বোঝে না’

কুমিল্লায় আন্দোলনে গুলি করা সেই ফাহিম গ্রেপ্তার

মেয়র হিসেবে ইশরাককে শপথ না পড়াতে আইনি নোটিশ

সিলেটের ডিসিকে আদালতের শোকজ

আমরা আরেকটি গাজায় পরিণত হতে চাই না : মির্জা ফখরুল

১০

৪ দাবিতে কলা অনুষদের ডিনকে স্মারকলিপি কমল মেডিএইড ঢাবির

১১

কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টি, লন্ডভন্ড কৃষকের স্বপ্ন

১২

‘ড. ইউনূস গতকাল একটা রেড লাইন ক্রস করেছেন’

১৩

ববি ১০ শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় জিডি

১৪

ছাত্রদলের বিবৃতি গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি : ডুজা 

১৫

স্পেন, ফ্রান্স ও পর্তুগালে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়, সাইবার হামলার আশঙ্কা

১৬

‘বিচারকাজে বিড়ম্বনা, সময় বাঁচানো ও অর্থ ব্যয় কমানোই প্রধান লক্ষ্য’

১৭

ভাতিজার ‘কুড়ালের’ আঘাতে চাচির মৃত্যু

১৮

সম্পত্তির জন্য বৃদ্ধ বাবাকে মারধরে ছেলে গ্রেপ্তার

১৯

মার্চে নির্যাতিত ৪৪২ নারী, ধর্ষণের শিকার ১২৫ কন্যাশিশু

২০
X