যাত্রী পরিবহনের পাশাপাশি ভ্রাম্যমাণ লাইব্রেরি চালু করেছে ‘বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন’ (বিআরটিসি)। রাষ্ট্রীয় এই পরিবহন সংস্থার পক্ষ থেকে এখন বই পড়ার সুযোগ পাবেন যাত্রীরা।
গতকাল মঙ্গলবার (১৪ নভেম্বর) থেকে বিআরটিসি লাইব্রেরি বাসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটির নাম দেওয়া হয়েছে ‘বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ লাইব্রেরি’।
আজ বুধবার (১৫ নভেম্বর) বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম কালবেলাকে বলেন, সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ভ্রাম্যমাণ লাইব্রেরিতে এখন থেকে বিভিন্ন বই পাওয়া যাবে। ঢাকায় অন্যান্য যে ভ্রাম্যমাণ লাইব্রেরিতে বই পড়া ও নেওয়ার সুযোগ আছে, বিআরটিসির বাসেও এই সুবিধা থাকবে।
তিনি বলেন, ভ্রাম্যমাণ এই লাইব্রেরিতে স্বাধীনতা যুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়ে বই রয়েছে। এ ছাড়া সড়ক ও মহাসড়ক বিভাগের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়েও বই পাওয়া যাবে। এর বাইরে দেশ-বিদেশের অন্যান্য লেখকের বই থাকবে। এটি আপাতত ঢাকা মহানগরীর মধ্যেই চলাচল করবে। পরে আরও বাড়ানো হতে পারে।
বিআরটিসি চেয়ারম্যান বলেন, নতুন প্রজন্মসহ র্সবমহলে বঙ্গবন্ধুর আর্দশ, নীতি, জীবন ইতিহাস এবং রাজনৈতিক ব্যক্তিত্ব জাতির সামনে তুলে ধরার জন্য ‘বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ লাইব্রেরি’ বাসটি উদ্বোধন করা হয়েছে। যাদের বই সংগ্রহ করে পড়ার সুযোগ নেই তারা ‘বঙ্গবন্ধু ভ্রাম্যমান লাইব্রেরির মাধ্যমে মনোরম পরিবেশে বঙ্গবন্ধুর জীবনার্দশ, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ সর্ম্পকে জানতে পারবেন। বাসটি উদ্বোধনের মাধ্যমে দেশব্যাপী বঙ্গবন্ধুর জনপ্রিয়তা বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন, এই লাইব্রেরিতে বঙ্গবন্ধুর নিজ হাতে লেখা এবং বঙ্গবন্ধু সম্পর্কিত বই, প্রবন্ধ, উপন্যাস, ও ভাষণসমূহ সংরক্ষণ করা হয়ছে। এসবের মাধ্যমে পাঠক বঙ্গবন্ধুর দর্শন, আদর্শ, ত্যাগ ও সংগ্রাম সর্ম্পকে জানতে পারবে।
মন্তব্য করুন