কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ০৭:২৬ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ধুপখোলা মাঠ ফিফার স্বীকৃতি পাবে, আশা মেয়র তাপসের

ধুপখোলা খেলার মাঠ। ছবি : কালবেলা
ধুপখোলা খেলার মাঠ। ছবি : কালবেলা

ধুপখোলা আন্তর্জাতিক ফুটবল খেলার মাঠ ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশনের (ফিফা) স্বীকৃতি পাওয়ার বিষয়ে আশাবাদ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ বুধবার (১১ অক্টোবর) বিকেলে রাজধানীর গেন্ডারিয়ায় নবনির্মিত ধুপখোলা আন্তর্জাতিক ফুটবল মাঠের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে মেয়র এই আশাবাদ ব্যক্ত করেন।

শেখ তাপস বলেন, আমরা সব প্রতিবন্ধকতা দূর করে ঢাকাবাসীকে একটি আন্তর্জাতিক মানের ফুটবল মাঠ উপহার দিতে সক্ষম হয়েছি। এখানে ফুটবল মাঠের পাশাপাশি আন্তর্জাতিক মানের একটি বাস্কেটবল গ্রাউন্ড করা হয়েছে, ভলিবল কোর্ট করা হয়েছে, ক্রিকেট অনুশীলনের জন্য পিচ করা হয়েছে। এভাবেই আমরা এখানে অনেকটি খেলার উপযোগী পরিবেশ সৃষ্টি করেছি। এখানে একটি গ্যালারি রয়েছে। প্রয়োজন হলে আমরা এখানে অস্থায়ী গ্যালারিও নির্মাণ করে দিব। এই মাঠটাকে আমরা পরিচর্যা করব, রক্ষণাবেক্ষণ করব, সংরক্ষণ করব এবং পরিচালনা করব। আমরা আশাবাদী, এই মাঠটি ফিফা কর্তৃক আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করবে।

মেয়র বলেন, আমরা পরিকল্পনা করেছিলাম, একটি হলেও আন্তর্জাতিক মানের ফুটবল খেলার মাঠ প্রতিষ্ঠা করব এবং এই ঐতিহাসিক ধুপখোলা মাঠে আমরা সেটা করতে পেরেছি। সেজন্য আমরা অত্যন্ত আনন্দিত। এই খেলার মাঠে ফুটবলের আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা যাবে। এখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা এসেছেন। তাদের সাথে আমাদের কথা হয়েছে। বাংলাদেশের অন্যতম ফুটবল ক্লাব- মোহামেডান স্পোর্টিং ক্লাব- এই মাঠে তাদের অনুশীলন করার আগ্রহ দেখিয়েছে। আমি মনে করি, এই মাঠকে কেন্দ্র করে যে আগ্রহ-স্পৃহা তৈরি হয়েছে এর মাধ্যমে পুরান ঢাকায় আবার একটি নব জাগরণ সৃষ্টি হলো।

তিনি বলেন, এই মাঠটি নিয়ে অনেক কুচক্রী মহল বিভিন্ন ধরনের পাঁয়তারা করেছিল। বিভিন্নভাবে দখল ও ভাগাভাগি করার পাঁয়তারা করেছিল। এই এলাকার সংসদ সদস্য, মহানগর আওয়ামী লীগের সব স্তরের নেতৃবৃন্দ, এই এলাকার কাউন্সিলরসহ সংলগ্ন এলাকার কাউন্সিলরবৃন্দ এবং এই এলাকার সাধারণ জনগণের সহযোগিতা ও সমর্থনে আমরা সব বাধা উপেক্ষা করে এই মাঠ প্রতিষ্ঠা করতে পেরেছি।

এর আগে ডিএসসিসি মেয়র মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্রের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করেন। প্রীতি ম্যাচটি ০-০ গোলে ড্র হয়। পরে ওই এলাকার সাঈদ খোকন কমিউনিটি সেন্টারে ৪৫ নম্বর ওয়ার্ডের উন্নয়ন উৎসবে যোগ দেন মেয়র।

এ সময় অন্যান্যের মধ্যে স্থানীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফি বক্তব্য রাখেন। করপোরেশনের অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার, প্যানেল মেয়র ও ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শহিদ উল্লাহ মিনু, স্থানীয় কাউন্সিলর মো. শামসুজ্জোহা, ঢাদক’র ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মো. মোকাদ্দেস হোসেন জাহিদসহ কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেকু বহনকারী ট্রাক্টর পড়ল খাদে, নিহত ১

ধানমন্ডিতে মির্জা আজমের বাসায় তিন ঘণ্টার অভিযান

কুয়েটে পর্যবেক্ষক দল পাঠাল ছাত্রদল

বাবার বিরুদ্ধে অপবাদ, প্রতিবাদ করায় মেয়েকে বেঁধে নির্যাতন

ছাত্রদলের প্রতি যে আহ্বান জানাল শিবির

পুলিশের সহযোগিতায় হারানো ছেলেকে ফিরে পেল পরিবার

স্বচ্ছতা নিশ্চিত করতে ইউএনও আবুবকর সরকারের উদ্যোগ

চবিতে ছাত্রদল-শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে

পার্কে আত্মগোপনে শেখ হাসিনার সচিব, ঘিরে ধরেছে ছাত্র-জনতা

কুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ছাত্রশিবিরের নিন্দা

১০

এসপি-ওসির বিরুদ্ধে টাকার বিনিময়ে আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ

১১

ওয়ালটনের বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচারণা ভিত্তিহীন

১২

‘উন্নয়ন ও বিশ্বায়ন: দৃশ্যপট আন্তর্জাতিক ও বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন

১৩

বাড়ি ভাড়ার খরচেই বিমানে করে অফিস যাতায়াত!

১৪

তিস্তা প্রকল্প নিয়ে কাজ করতে প্রস্তুত বেইজিং

১৫

চার কারণে ভৈরব নদে ডুবছে পণ্যবাহী জাহাজ

১৬

পাকিস্তানে গোয়েন্দা অভিযানে ৩০ সন্ত্রাসী নিহত

১৭

ভোটাধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনে রাজপথে নামতে প্রস্তুত যুবদল : জুয়েল

১৮

পাবনায় আ.লীগ নেতাদের সঙ্গে পিপির গোপন বৈঠক

১৯

কুয়েটে হামলার ভিডিও প্রতিটি ক্যাম্পাসে প্রদর্শন করবে বৈষম্যবিরোধীরা

২০
X