কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ০৬:৪৪ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ
আমরা একাত্তরের মানববন্ধন

বাংলাদেশে পাকিস্তানের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দাবি

রাজধানীর শাহবাগে আমরা একাত্তরের মানববন্ধন। ছবি : কালবেলা
রাজধানীর শাহবাগে আমরা একাত্তরের মানববন্ধন। ছবি : কালবেলা

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে পাকিস্তান বাহিনী ও তাদের এ দেশীয় দোসরদের চালানো গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানিয়েছে আমরা একাত্তর নামে একটি সংগঠন।

আজ শনিবার (৭ অক্টোবর) সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রথম দিনে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এক মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনটি। আমরা একাত্তরের- চেয়ারপারসন বীর মুক্তিযোদ্ধা মাহবুব জামান এ কর্মসূচির উদ্বোধন করেন।

সমাবেশে বক্তব্য আমরা একাত্তরের প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা হিলাল ফয়েজী, বীর মুক্তিযোদ্ধা ও নারীনেত্রী দিল আফরোজ দিলু, ট্রেড ইউনিয়ন নেতা সমীরণ সরকার, আমরা একাত্তরের কেন্দ্রীয় সমন্বয়ক এনামুল আজিজ রুমি, প্রকৌশলী উত্তম কুমার দাশ, সাংবাদিক মাহফুজা জেসমিন ও সাংবাদিক রাকিবুল আলম রুশো, আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মণ্ডলীর সদস্য কানিজ গোফরানি কোরায়শি, রবীন্দ্রসঙ্গীত শিল্পী মঞ্জুয়ারা রশীদ, ব্যবসায়ী ডানা নাজলি প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের ৯ মাসে বাংলাদেশের শিক্ষক, বুদ্ধিজীবী, ছাত্র ও সাধারণ নিরীহ মানুষসহ নারী ও শিশুদের ওপর যে বর্বর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালানো হয়েছে তা পৃথিবীর ইতিহাসে বিরল। বাংলাদেশের স্বাধীনতার ৫২ বছর পূর্ণ হয়েছে। কিন্তু জাতিসংঘ আজও এটিকে জেনোসাইড হিসেবে স্বীকৃতি দেয়নি। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশে-বিদেশে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যেতে হবে।

বীর মুক্তিযোদ্ধা হিলাল ফয়েজী বলেন, বাংলাদেশ জেনোসাইডের জাতিসংঘের স্বীকৃতির দাবিতে সারা বিশ্বে জনমত গড়ে তুলতে দেশে-বিদেশে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে একত্র হওয়ার কোনো বিকল্প নেই। বাংলাদেশে জেনোসাইডের জাতিসংঘের স্বীকৃতি আদায়ের দাবিতে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডার রাজনীতিক, জেনোসাইড বিশেষজ্ঞ ও মানবাধিকার কর্মীরা সমাবেশ, প্রদর্শনী, সেমিনার ও আলোচনার আয়োজন করছে। জাতিসংঘের স্বীকৃতির দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে। এ আন্দোলন থেকে আমাদের কখনো পিছপা হওয়া যাবে না। স্বীকৃতি আমাদের কোনো চাওয়া নয়, এটা আমাদের অধিকার।

ময়মনসিংহ, যশোর, দিনাজপুর, নেত্রকোনা ও কুমিল্লা জেলায় সংগঠনের জেলা আহ্বায়ক কমিটির উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আগামী সাত দিন দেশের অন্যান্য জেলায় এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানান সংগঠনের নেতাকর্মীরা।

জেনোসাইড নিয়ে গবেষণা করে বিশ্ব স্বীকৃত এমন চারটি সংগঠন ১৯৭১ সালের বাংলাদেশে পরিচালিত পাকিস্তান সেনাবাহিনীর বর্বর নির্যাতনকে ‘জেনোসাইড’ মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করেছে। সংগঠনগুলো হলো লেমকিন ইনস্টিটিউট ফর জেনোসাইড প্রিভেনশন, জেনোসাইড ওয়াচ, ইন্টারন্যাশনাল কোয়ালিশন অব সাইটস অব কনসাইন্স ও ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব জেনোসাইড স্কলার্স।

বাংলাদেশ সরকার ২০১৭ সালে ২৫ মার্চকে জাতীয় জেনোসাইড দিবস ঘোষণা করে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বছর ১৯ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত জেনেভায় বাংলাদেশ জেনোসাইডের ওপর একটি প্রদর্শনীর আয়োজন করে।

এ ছাড়া গত ১১ সেপ্টেম্বর থেকে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ৫৪তম অধিবেশন জেনেভায় অনুষ্ঠিত হচ্ছে। এই অধিবেশনের পাশাপাশি ১৯৭১ সালে বাংলাদেশে সংগঠিত জেনোসাইডের স্বীকৃতির দাবিতে দেশি-বিদেশি মানবাধিকার সংগঠন আলোচনা, সমাবেশ ও সেমিনার আয়োজন করছে। এরই অংশ হিসেবে আমরা একাত্তর দেশে-বিদেশে এ কর্মসূচি পরিচালনা করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিছিলে বিএনপি নেতার গুলির প্রতিবাদে বিক্ষোভ

রৌমারীতে ব্যবসায়ীদের আহ্বায়ক কমিটির শপথ অনুষ্ঠিত

৬৫ ভরি স্বর্ণ ছিনিয়ে নেয়ায় মামুনের বিরুদ্ধে যুবদলের মামলা

আওয়ামী লীগ নেতাকর্মীদের ইসলামী আন্দোলনে যোগদান

ক্ষমা পেয়ে আমিরাত থেকে ১২ জন ফিরছেন চট্টগ্রামে

‘ছাত্র জনতার আন্দোলনে হাসিনা সরকার দুই ভাবে পরাজিত’

মহানবীকে (সা.) কটূক্তিকারী সেই যুবকের বিরুদ্ধে মামলা

শিবচর আঞ্চলিক সড়কে গ্রামবাসীর বৃক্ষরোপণ

মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ ধামাচাপা, ৭ দিন পর ফাঁস

১২ দিনেও মেলেনি রানীনগরে নিখোঁজ নার্গিসের সন্ধান

১০

দায়িত্বশীলদের নিয়ে সাতক্ষীরায় ছাত্র শিবিরের সমাবেশ

১১

আযহারী শিক্ষার্থীরা হবে বাংলাদেশ ও মিশরীয় ঐতিহ্যের সেতুবন্ধন : মিশরীয় রাষ্ট্রদূত

১২

রাজশাহীতে বস্তাভর্তি দেশীয় অস্ত্র উদ্ধার

১৩

আন্দোলনের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ কর্মীকে গণধোলাই

১৪

আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিক অসন্তোষ ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শ্রমিক সমাবেশ

১৫

কেন্দ্রীয় নেতাদের কাছে অভিযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

১৬

পাকিস্তানের জলসীমায় বিপুল তেল-গ্যাস মজুতের সন্ধান

১৭

বিসিবির দুর্নীতির তদন্ত দাবি সাবেকদের

১৮

পাবিপ্রবি ছাত্রলীগ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে তুলে নেওয়ার অভিযোগ

১৯

জেল খেটেছি তবু শেখ হাসিনার মতো পালিয়ে যাইনি : সাবেক এমপি হাবিব

২০
X