পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, মার্কিন ভিসানীতি নিয়ে মোটেও উদ্বিগ্ন বা কোন প্রকার চাপে নেই সরকার।
রোববার (২ অক্টোবর) এমন মন্তব্য করেছেন যুক্তরাজ্যে সফররত পররাষ্ট্রমন্ত্রী।
লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। সেখানেই প্রবাসী বাঙ্গালি ও ব্যবসায়ীদের এক আয়োজনে যোগ দেন তিনি। এ সময় সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশিদের আত্মপ্রত্যয় বাড়ানোর সময় এসেছে।
তিনি জানান, নির্বাচনের আগে বিদেশি কূটনীতিক ও রাষ্ট্রদূতদের দৌড়ঝাঁপ বেড়ে যায়। সেই সুযোগ তৈরি করে দিয়েছে খোদ বাঙালিরা। ক্ষোভ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখনও বাঙালিদের মন ও মগজে রয়ে গেছে ঔপনিবেশিক চিন্তাভাবনা। নির্বাচনের ক্ষেত্রে দেশবাসীর প্রতি পূর্ণ বিশ্বাস রয়েছে, এমনটাও জানান পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, অন্ধকারে ব্যালটবাক্সে ভোট পড়ার অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। দেশে নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ ও আধুনিক উল্লেখ করে তা দেখতে বিদেশিদের আসার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।
মন্তব্য করুন