পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, বর্তমানে বাংলাদেশ বিভিন্ন রকম ভূ-রাজনীতির চাপে রয়েছে।
সোমবার (২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির মাল্টিপারপাস হলে ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের’ উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সংস্থার কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ। কমিশনের নির্বাহী পরিচালক সাইফুর রহমানের সঞ্চালনায় প্যানেলিস্ট ছিলেন বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম, বিএমবিএর ভাইস প্রেসিডেন্ট মো. মনিরুজ্জামান, ডিবিএ ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুদ্দিন, ডিএসইর সিআরও খায়রুল বাশার আবু তাহের।
বিএসইসির চেয়ারম্যান বলেন, ছোট্ট থাকতে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পতাকা হাতে দাঁড়িয়ে থাকতাম বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী আসলে তাদের অভ্যর্থনা দেওয়ার জন্য। এখন তো দেখি সপ্তাহে একজন করে আসেন! এমনভাবে আসেন! এমন সব পরামর্শ দিতে থাকেন- এমনভাবে চলো, এমনভাবে করো, এটা না করলে এই হবে, ওটা না করলে কিন্তু এই রকম করে ফেলব। এসব ভয়-ডর এটা সেটা, মিলে আমার মনে হয়- দেশটা কি আপনার না আমার? আমার দেশ আমি কীভাবে সামনের দিকে এগিয়ে নেব, আমি ঠিক করব। আপনি বলছেন কেন! আমি তো আপনার দেশে গিয়ে বলি না। আমরা এখন ঘুরা রাজনীতির আরেক সমস্যায় পড়ে গেছি।
মন্তব্য করুন