কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৯ পিএম
অনলাইন সংস্করণ

আদিলুর রহমান খান ও নাসিরুদ্দিন এলানকে মুক্তি দিন : ফরহাদ মজহার

প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে ‘মানবাধিকার ও বর্তমান রাজনীতি শীর্ষক আলোচনা’ সভায় কথা বলেন ফরহাদ মজহার। ছবি : সংগৃহীত
প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে ‘মানবাধিকার ও বর্তমান রাজনীতি শীর্ষক আলোচনা’ সভায় কথা বলেন ফরহাদ মজহার। ছবি : সংগৃহীত

মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানকে মুক্তির দাবি জানিয়েছেন রাষ্ট্রচিন্তক, রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে জাতীয় জনতার জোটের উদ্যোগে বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি এবং জাতীয় জনতার জোটের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে ‘মানবাধিকার ও বর্তমান রাজনীতি শীর্ষক আলোচনা’ সভায় এ দাবি জানান তিনি।

ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ মজহার বলেন, আন্তর্জাতিক মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান ও নাসিরুদ্দিন এলান মানবাধিকার রক্ষার ক্ষেত্রে নিঃস্বার্থ, নির্ভয় ও সৎ পর্যবেক্ষণের মধ্য দিয়ে মানবাধিকার কর্মী হিসেবে যে ভূমিকা রেখেছে তার জন্য বাংলাদেশের জনগণের পক্ষে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা মামলা, মানবাধিকার কর্মীর প্রতি হয়রানি এবং তাদের শাস্তি আমরা সঠিক মনে করি না। আমরা মনে করি, বিচার বিভাগ তা পুনর্বিবেচনা করবেন এবং অবিলম্বে তাদের সসম্মানে ও নিঃশর্তে মুক্তি দেবেন।

ফরহাদ মজহার বলেন, এই মামলার জন্য বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। জার্মান, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ বহু দেশ ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ইতোমধ্যেই তার নিন্দা জানিয়েছে। ডিভিশন দেওয়ার কথা থাকলেও কারাগার কর্তৃপক্ষ দেয়নি। একে আমরা মানবাধিকার লঙ্ঘন বলে মনে করি এবং অবিলম্বে তাদের ডিভিশন দেওয়ার দাবি জানাই।

প্রধান আলোচক শওকত মাহমুদ বলেন, মানবাধিকারের প্রশ্নে জাতীয় জনতার জোটের দাবির সাথে আমরা একমত।

জোটের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন বলেন, দেশের সকল ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে স্বীকৃত জনগণের সকল অধিকারের নিশ্চয়তা চাই। জাতীয় জনতার জোট দেশের মানুষের মতপ্রকাশের অধিকার, বেঁচে থাকার অধিকার, ভাতের অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, কৃষি, দিনমজুর, গার্মেন্ট শ্রমিকসহ সকলের আন্তর্জাতিকভাবে স্বীকৃত অধিকারের জন্য রাজপথে আন্দোলন করে যাব।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সর্বজনীন দলের চেয়ারম্যান রাসেল কবির, মানবতা পার্টির চেয়ারম্যান মাওলানা কারি মো. আব্দুল মজিদ পঞ্চগড়ী, বাংলাদেশ জনতা ঐক্য-এর চেয়ারম্যান আরিফুর রহমান, ন্যাশনাল সবুজ বাংলা পার্টির চেয়ারম্যান শাহ আলম তাহের, বাংলাদেশ ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান মো. সাখাওয়াত হোসাইন, বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাড. মো. ইয়ারুল ইসলাম, যুক্তফোরামের প্রধান সমন্বয়ক চাষী মামুন, নেজামী ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা এ কে এম আশরাফুল হক, আজমুল জিহাদ সভাপতি, জাগ্রত বাংলাদেশ (জে বিডি), জাতীয় তরুণ সংঘের সভাপতি ফজলুল হক, বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ সর্বজনীন দলের মহাসচিব সাহেল আহমেদ সোহেল, বাংলাদেশ বেকার পার্টির চেয়ারম্যান মোহাম্মদ হাসান, বাংলাদেশ গ্রিন পার্টির চেয়ারম্যান ইঞ্জি. মনসুর আহমেদ, ন্যাপ ভাষানীর চেয়ারম্যান মোস্তাক ভাসানীসহ বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতারা।

সভায় বক্তারা বলেন, সর্বজনীন মানবাধিকারের ভিত্তিতে গড়ে ওঠা আন্তর্জাতিক ব্যবস্থা বিপদাপন্ন বা ঝুঁকির মুখে রয়েছে। আগ্রাসী রাজনৈতিক চিন্তাধারা, একনায়কতন্ত্র বা স্বৈরাচার মানবাধিকার ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে খর্ব করছে। দেশে মানবাধিকার রক্ষাকর্মীদের সোচ্চার হওয়া সরকারকে সর্বজনীন মানবাধিকারের অধীনে প্রতিশ্রুতিবদ্ধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু দুর্ভাগ্যবশত এই সকল সাহসী ব্যক্তি ও তাদের পরিবারকে প্রায়ই ভয়, হুমকি, নির্বিচারে আটক, জোরপূর্বক গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন, অনলাইনে দেওয়া স্বাধীনচেতা মতামতকে অপরাধ হিসেবে গণ্য করা হয়। এমন আইনের অধীনে অন্যায় অভিযোগ ও অন্যায্য বিচারের সম্মুখীন হতে হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী খাদিজাতুল কোবরা আজকে এক বছর ধরে কারাগারে। খাদিজা কোনো দুর্ধর্ষ অপরাধী নন। ছাত্রজীবনে তিনি রাষ্ট্রদ্রোহী কোনো তৎপরতার সঙ্গে জড়িত ছিলেন এ রকম প্রমাণও সরকারের কাছে নেই। তারপরও ডিজিটাল নিরাপত্তা আইনে তাকে এক বছর ধরে কারাগারে আটক রাখা হয়েছে। বারবার তার জামিনের আবেদন নামঞ্জুর হয়ে যায়। দেশে আজকে মানুষের মতপ্রকাশের স্বাধীনতা নাই। আর এই সকল হয়েছে ফ্যাসিবাদী রাজনীতির কারণে। আমরা জাতিসংঘ কর্তৃক মানুষের অধিকারের জন্য যে আইন করেছে সেই অধিকার চাই। আমাদের জন্য খুবই দুঃখের বিষয় রাজনীতিবিদরা দেশের মানুষের অধিকারের জন্য কাজ করবে কিন্তু আমাদের দেশের সরকারি দল ও বিরোধীদলের দমনপীড়ন রাজনীতির জন্য দেশে আজকে মানবতা বিলীন। আমরা জাতীয় জনতার জোট দেশের মানুষকে সাথে নিয়ে অব্যাহতভাবে প্রকৃত গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে গৃহহীনতায় সর্বোচ্চ রেকর্ড ২০২৪ সাল

সম্পাদক ও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

শিক্ষা প্রকৌশলের দুই ট্রাক নথিপত্র আটক করল জনতা

পাকিস্তান-আফগান সীমান্ত সংঘর্ষে ১৯ সেনা ও ৩ বেসামরিক নিহত

সচিবালয়ে সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞা সাময়িক : স্বরাষ্ট্র মন্ত্রণালয়

জবিতে আইডি কার্ডসহ প্রবেশের নির্দেশ

মুক্তিযোদ্ধা কানুকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

আগামী নির্বাচনে ইসলামপন্থিরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে : চরমোনাই পীর

রাজধানীতে আবাসিক ভবনে আগুন

মৌলভীবাজারে পুলিশকে মারধর করে আসামি ছিনতাই

১০

বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের কর্মীকে কুপিয়ে হত্যা

১১

শূন্য ডিগ্রির নিচে নামবে সৌদির তাপমাত্রা!

১২

আবাসিক হোটেলে চাঁদাবাজির ঘটনায় সাত চাঁদাবাজ গ্রেপ্তার

১৩

রাজধানীতে পরিত্যক্ত অবস্থায় শটগান উদ্ধার

১৪

জমিসংক্রান্ত বিরোধের জেরে কৃষককে পিটিয়ে হত্যা

১৫

স্পেনের পথে অভিবাসনপ্রত্যাশী নিখোঁজের সর্বোচ্চ রেকর্ড

১৬

কানুসহ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

১৭

ট্রাকের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৩

১৮

এবার আরেক সাদপন্থি নেতা গ্রেপ্তার

১৯

ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রম অব্যাহত রাখার দাবিতে গণঅনশন

২০
X