দেশে গবিব মানুষ নেই, তবে ২০ শতাংশ মানুষ ভালনারেবল বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের (ডিডিএম) মহাপরিচালক মো. মিজানুর রহমান।
তিনি বলেন, এই ২০ শতাংশকে মানুষকে দুর্যোগ থেকে রক্ষা করতে পারলে তাদের আর্থিক অবস্থার উন্নতি হবে।
বুধবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাল্টিপারপাস হলে আয়োজিত এক কর্মশালায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ইউএসএআইডি- এর সৌহার্দ্য ডিআরআর অ্যাক্টিভিটি এবং কেয়ার বাংলাদেশ যৌথভাবে এরিয়া বেইজড কোঅর্ডিনেশন অ্যাপ্রোচ- দুর্যোগবিষয়ক আদেশাবলি (এসওডি) ২০১৯ বাস্তবায়ন রোডম্যাপ প্রণয়নবিষয়ক এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় মো. মিজানুর রহমান আরও বলেন, এসওডির আওতায় মাঠপর্যায়ে কেন্দ্রীয়ভাবে কোনো আদেশ না দিলেও দুর্যোগের সময় মাঠপর্যায়ে মিটিং হয়, তাদের প্রস্তুতিও কম-বেশি হয়।
এ সময় তিনি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশগুলোর সাথে নেটওয়ার্কিংয়ের প্রতি জোর দেন।
অধিদপ্তরের পরিচালক (এমআইএম) নিতাই চন্দ্র দে সরকার তার উদ্বোধনী বক্তব্যে দুর্যোগবিষয়ক আদেশাবলি (এসওডি) ২০১৯ বাস্তবায়ন রোডম্যাপ প্রণয়ন নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মো. আতিকুল হক এসওডি শক্তিশালী করতে কী পদ্ধতিতে আগানো হবে তা নিয়ে মূল্যবান মতামত দেন। একই সঙ্গে তিনি ডিআরআরও এবং পিআইওদের ইমপ্রুভমেন্টের বিষয়েও বিশেষ গুরত্বারোপ করেন।
আয়োজনে কেয়ার বাংলাদেশের হিউম্যানিটারিয়ান অ্যান্ড রেজিলেন্স প্রোগ্রামের পরিচালক কাইছার রিজভী কাইছার রিজভী বলেন, যখনই আমরা এসওডি বাস্তবায়ন করতে যাই তখন মাঠপর্যায়ের ওয়ার্ক ফোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে,এ জন্য মাঠপর্যায়ের সক্ষমতা বৃদ্ধি করতে হবে। লোকাল লেভেল কমিটিকে শক্তিশালী করতে এই সক্ষমতা বৃদ্ধি জরুরি।
তিনি আরও বলেন, এনপিডিএম ( NPDM) ২০২১-২০২৫ বাস্তবায়ন করতে পারলে এসওডি কার্যকর করা সহজ হয়ে যাবে।
কর্মশালায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক, কেয়ার বাংলাদেশের প্রতিনিধি, বিভিন্ন জেলার ডিআরআরও এবং পিআইওসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন