কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০১ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে শহিদ মিনারে ৪৮ ঘণ্টার গণঅনশন ও গণঅবস্থান

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের লোগো। ছবি : সংগৃহীত
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের লোগো। ছবি : সংগৃহীত

সরকারি দলের বিগত নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘু স্বার্থবান্ধব প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের দাবিতে আগামীকাল শুক্রবার (২২ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে ৪৮ ঘণ্টার গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচি পালন করবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। রোববার (২৪ সেপ্টেম্বর) ভোর ৬টা পর্যন্ত এই কর্মসূচি চলবে।

এতে বিভিন্ন অসাম্প্রদায়িক গণতান্ত্রিক প্রগতিশীল রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং নাগরিক সমাজের নেতারা সংহতি জানিয়ে বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা।

আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সংগঠনের দপ্তর সম্পাদক মিহির রঞ্জন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় নেতারা জানান, ২০১৮ সালের নির্বাচনের আগে আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু স্বার্থবান্ধব বেশ কিছু অঙ্গীকার করে। এর মধ্যে ছিল- সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘুবিষয়ক জাতীয় কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের যথাযথ বাস্তবায়নের মাধ্যমে প্রকৃত স্বত্বাধিকারীদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি আইন প্রণয়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশনের যথাযথ ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন।

কিন্তু আরেকটি জাতীয় সংসদ নির্বাচন সমাগত হলেও এখন পর্যন্ত বিগত নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন হয়নি। এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দীর্ঘদিন ধরেই আন্দোলন-সংগ্রাম চালিয়ে আসছে। এরমধ্যে গণস্বাক্ষর সংগ্রহ করে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ, দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ, দেশব্যাপী সকাল-সন্ধ্যা গণঅনশন, সারাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে রোডমার্চ করে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ এবং দেশব্যাপী মশাল মিছিল কর্মসূচি পালন করা হয়েছে। সেপ্টেম্বর মাসজুড়ে বিভাগভিত্তিক জেলা ও মহানগর পর্যায়ে সকাল-সন্ধ্যা গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচি চলমান। আন্দোলনের পাশাপাশি সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনাও চালিয়ে যায় ঐক্য পরিষদ।

এরইমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সরকারি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং দলটির নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ারের সঙ্গে বৈঠক হয়েছে।

আন্দোলনের এ পর্যায়ে রাজধানী ঢাকায় ২২ সেপ্টেম্বর থেকে ৪৮ ঘণ্টার গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচিতে ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। এ ছাড়াও সংগঠনের ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, ছাত্র ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদ, মহিলা ঐক্য পরিষদ, আইনজীবী ঐক্য পরিষদ, শিক্ষক ঐক্য পরিষদের নেতারা এবং ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু ঐক্যমোর্চার অন্তর্ভুক্ত সংগঠনগুলোর নেতারা বক্তব্য রাখবেন।

কর্মসূচি চলাকালে শুক্রবার সকাল সাড়ে ১১টা ও ২৩ সেপ্টেম্বর শনিবার বিকেল ৩টায় শহিদ মিনারে প্রেস ব্রিফিং করবেন ঐক্য পরিষদের নেতারা।

শুক্রবার চট্টগ্রাম বিভাগের ১২ জেলা ও মহানগরে এবং বরিশাল বিভাগের ৬ জেলা ও মহানগরে ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচি পালন করা হবে। অপরদিকে একই দাবিতে আগামী ২৩ সেপ্টেম্বর ঢাকা বিভাগের ১৩ জেলা ও ২ মহানগরে কর্মসূচি পালন করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিছিলে বিএনপি নেতার গুলির প্রতিবাদে বিক্ষোভ

রৌমারীতে ব্যবসায়ীদের আহ্বায়ক কমিটির শপথ অনুষ্ঠিত

৬৫ ভরি স্বর্ণ ছিনিয়ে নেয়ায় মামুনের বিরুদ্ধে যুবদলের মামলা

আওয়ামী লীগ নেতাকর্মীদের ইসলামী আন্দোলনে যোগদান

ক্ষমা পেয়ে আমিরাত থেকে ১২ জন ফিরছেন চট্টগ্রামে

‘ছাত্র জনতার আন্দোলনে হাসিনা সরকার দুই ভাবে পরাজিত’

মহানবীকে (সা.) কটূক্তিকারী সেই যুবকের বিরুদ্ধে মামলা

শিবচর আঞ্চলিক সড়কে গ্রামবাসীর বৃক্ষরোপণ

মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ ধামাচাপা, ৭ দিন পর ফাঁস

১২ দিনেও মেলেনি রানীনগরে নিখোঁজ নার্গিসের সন্ধান

১০

দায়িত্বশীলদের নিয়ে সাতক্ষীরায় ছাত্র শিবিরের সমাবেশ

১১

আযহারী শিক্ষার্থীরা হবে বাংলাদেশ ও মিশরীয় ঐতিহ্যের সেতুবন্ধন : মিশরীয় রাষ্ট্রদূত

১২

রাজশাহীতে বস্তাভর্তি দেশীয় অস্ত্র উদ্ধার

১৩

আন্দোলনের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ কর্মীকে গণধোলাই

১৪

আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিক অসন্তোষ ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শ্রমিক সমাবেশ

১৫

কেন্দ্রীয় নেতাদের কাছে অভিযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

১৬

পাকিস্তানের জলসীমায় বিপুল তেল-গ্যাস মজুতের সন্ধান

১৭

বিসিবির দুর্নীতির তদন্ত দাবি সাবেকদের

১৮

পাবিপ্রবি ছাত্রলীগ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে তুলে নেওয়ার অভিযোগ

১৯

জেল খেটেছি তবু শেখ হাসিনার মতো পালিয়ে যাইনি : সাবেক এমপি হাবিব

২০
X