মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) সেবা সহজলভ্য করে গ্রাহক সেবা বৃদ্ধি এবং রাজস্ব আয় বাড়াতে সিমের ওপর থেকে কর প্রত্যাহার ও এমএনপি নম্বরে মাস্কিং সুবিধা চালুর আহ্বান জানিয়েছে এমএনপি সেবাদাতা প্রতিষ্ঠান ইনফোজিলিয়ন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর মহাখালীর রাওয়া কমপ্লেক্সে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক, বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত ‘মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) সেবায় চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক এক কর্মশালায় এমন আহ্বান জানানো হয়।
টিআরএনবির সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান রবিনের সঞ্চালনা ও সংগঠনের সভাপতি সমীর কুমার দে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে আলোচনায় অংশ নিয়ে ইনফোজিলিয়নের ব্যবস্থাপনা পরিচালক মাবরুর হোসাইন বলেন, গ্রাহকের স্বাধীনতা নিশ্চিত করতে ইনফোজিলিয়ন কাজ করছে। তবে বিভিন্ন প্রকার বাধার কারণে এই স্বাধীনতা ব্যাহত হচ্ছে। সিমের ওপর থেকে কর প্রত্যাহার এবং এমএনপি সেবা সহজলভ্য করা গেলে একদিকে যেমন পরোক্ষভাবে সরকারের রাজস্ব বাড়বে, তেমনি গ্রাহকরাও উন্নত সেবা পাবেন।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোস্তফা কামাল অভিযোগ করেন, মোবাইল অপারেটররা সরাসরি গ্রাহকদের কাছে বাল্ক এসএমএস (এটুপি) পাঠানোর সুযোগ পাওয়ায় দেশীয় এটুপি উদ্যোক্তারা অসম প্রতিযোগিতার শিকার হচ্ছেন। এই বৈষম্য দূর করা প্রয়োজন। তিনি ভারতের উদাহরণ টেনে বলেন, সেখানে রেগুলেটরের বন্ধুত্বপূর্ণ নীতির কারণে এমএনপি সফল হয়েছে।
টিআরএনবির সাবেক সভাপতি রাশেদ মেহদী এমএনপি সেবায় সরকারের পক্ষ থেকে ভর্তুকি দেওয়ার পক্ষে মত দেন। এছাড়া মূল প্রবন্ধে ইনফোজিলিয়নের টেকনিক্যাল লিড ওবায়দুল ইসলাম জানান, বিশ্বে ৭২তম দেশ হিসেবে বাংলাদেশে এমএনপি চালু হলেও প্রথম বছরে সাত লাখ গ্রাহক পোর্ট করলেও পরবর্তী ছয় বছরে সেই সংখ্যা তেমন বাড়েনি। রেগুলেটরি বাধার কারণে ৯৭ শতাংশ গ্রাহক এই সেবা নেওয়া বন্ধ করে দিয়েছেন।
ইনফোজিলিয়নের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার সাজ্জাদ হোসাইন মজুমদার বলেন, বাংলাদেশে ২০১৮ সালে এমএনপি সেবা চালু হলেও উচ্চ কর এবং মাস্কিং সুবিধার অভাবে এটি আশানুরূপ সাফল্য লাভ করেনি। বর্তমানে এমএনপি সেবা গ্রহণ করতে গ্রাহকদের ৪৫০ টাকা ফি প্রদান করতে হয়, যা উন্নয়নশীল দেশের জন্য বেশ ব্যয়বহুল। অনুষ্ঠানে থেকে বক্তারা এমএনপি সেবাকে দেশ ও গ্রাহক স্বার্থে সফল করতে বেশ কিছু সুপারিশ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে— মোবাইল অপারেটরদের এমএনপি সেবায় প্রণোদনা দেওয়ার ক্ষেত্রে বিটিআরসির বাধা দূর করা, সিমের ওপর উচ্চ কর পুনর্বিবেচনা করা, এমএনপি গ্রাহকদের মাস্কিং এসএমএস পাওয়ার সুবিধা নিশ্চিত করা এবং এটুপি এসএমএস সেবায় মোবাইল অপারেটরদের সরাসরি গ্রাহক হওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করা।
মন্তব্য করুন