পুলিশ কনস্টেবল নিয়োগে প্রার্থীদের প্রতারণা শিকার না হওয়ার জন্য জরুরি বার্তা দিয়েছে পুলিশ সদর দপ্তর। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েডের ফেসবুক পেজে এ বার্তা দেওয়া হয়।
বার্তায় পুলিশ সদর দপ্তর জানিয়েছে, ‘পুলিশ কনস্টেবল পদে নিয়োগ লাভে প্রলোভনে পড়ে প্রতারিত হবেন না। স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়ায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে প্রার্থী নির্বাচন করা হচ্ছে। বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ লাভে প্রলোভনে পড়ে কারও সঙ্গে আর্থিক লেনদেন বা অন্য কোনো অনিয়মে জড়িয়ে প্রতারিত না হতে সবার প্রতি অনুরোধ করা হচ্ছে।
‘কেউ আর্থিক লেনদেন বা অন্য কোনো উপায়ে কনস্টেবল পদে নিয়োগের প্রতিশ্রুতি দিলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।’
বার্তায় আরও বলা হয়, ‘কেউ কোনো প্রতারকের সন্ধান পেলে নিকটস্থ থানায় বা পুলিশ সুপারের অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হলো।’
মন্তব্য করুন