কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ০১:৪০ পিএম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

শিশুদের জন্য অন্তত ২০ শতাংশ বাজেট রাখার দাবি বিশিষ্টজনদের

সামাজিক সংগঠন নাগরিক বিকাশ ও কল্যাণ (নাবিক) আয়োজিত ‘জনবান্ধব বাজেট ভাবনা’ অনুষ্ঠানে কথা বলেন বিশিষ্টজনেরা। ছবি : কালবেলা
সামাজিক সংগঠন নাগরিক বিকাশ ও কল্যাণ (নাবিক) আয়োজিত ‘জনবান্ধব বাজেট ভাবনা’ অনুষ্ঠানে কথা বলেন বিশিষ্টজনেরা। ছবি : কালবেলা

আসন্ন ২০২৫-২৬ অর্থবছরে শিশুদের জন্য অন্তত ২০ শতাংশ অর্থ বরাদ্দ রাখার দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীতে সামাজিক সংগঠন নাগরিক বিকাশ ও কল্যাণ (নাবিক) আয়োজিত ‘জনবান্ধব বাজেট ভাবনা’ অনুষ্ঠানে এ দাবি উঠে এসেছে।

সিরডাপ মিলনায়তনে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম পর্বে শিশুবিষয়ক বাজেটের আলোচনায় অংশ নেন বিশ্বজনেরা। শিশুবান্ধব বাজেট সেশনে সভাপতিত্ব করেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার। ধারণাপত্র উপস্থাপন করেন সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের শিশুর প্রতি বিনিয়োগবিষয়ক উপদেষ্টা জাফর সাদিক।

আলোচক ছিলেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, জাতীয় বিপ্লবী পরিষদের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন, এবি পার্টির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. ওমর ফারুক, শিশু সংগঠক জাকারিয়া হাবিব পাইলট, বাংলাদেশ ডায়ালগের পরিচালক আসলাম বেগ সায়েম, টুইম্বলের প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা শামীম আশরাফ ও কিডস টাইমের কো-ফাউন্ডার তাহমিনা রহমান সাথী। সঞ্চালক ছিলেন নাবিকের সাধারণ সম্পাদক আবদুল্লাহ হাসান।

ধারনাপত্রে জাফর সাদিক বলেন, শিশুদের জন্য জাতীয় বাজেটের অন্তত ২০ শতাংশ রাখা উচিত। শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তার দিকে নজর দিতে হবে। পুরো বাজেটের মধ্যে শিশুদের জন্য বাজেটের অংশটুকু আলাদা উপস্থাপন করা উচিত, যাতে শিশুদের কোন খাতে কত বরাদ্দ রাখা হয়েছে এবং সেটি বাস্তবায়নে সঠিক তদারকি করা যায়।

আহমদ কামরুজ্জামান মজুমদার বলেন, শিশুদের জন্য এই ঢাকা শহরকে বাসউপযোগী করতে পারিনি আমরা। গত ১৬ বছরে উন্নয়নের নামে ফাঁকা বুলি আওড়ানো হয়েছে, যা সঠিক নয়। জনবান্ধন বাজেটের জন্য জনসম্পৃক্ততা খুব জরুরি।

আবুল কালাম আজাদ বলেন, বাজেটে ফাঁকিঝুকির মধ্যে থাকি আমরা। প্রয়োজনীয় জায়গায় পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হয় না। শিশু ঠিক মতো বেড়ে উঠতে না পারলে দেশের উন্নতির পথে শিশুরা বড় হয়ে ভূমিকা রাখতে পারবে না।

মোহাম্মদ শামসুদ্দীন বলেন, শিশুর জন্য দেওয়া বরাদ্দ আমাদের বিনিয়োগ কি না সেটি ভাবতে হবে। শিক্ষাব্যবস্থায় বৈষম্য তৈরি করার জন্য প্রাথমিক স্তর থেকে স্কুল, মাদ্রাসা, কিন্ডারগার্টেন, ইংরেজি মাধ্যম ইত্যাদি ফরমেটে বিভক্ত করে রাখা হয়েছে। এটা দূর করার জন্য পরিকল্পনা দরকার।

ড. ওমর ফারুক বলেন, আমি গবেষণায় দেখেছি ৯২ শতাংশ স্কুলগামী শিশু পর্নোগ্রাফিতে আসক্ত। সকল বাজেটে শিশুবান্ধব পরিবেশ দরকার। ঢাকায় ২০টি সরকারিসহ সব মিলিয়ে প্রায় ১০০টি দিবাযত্ন কেন্দ্র আছে, যা যথেষ্ট নয়।

জাকারিয়া হাবিব পাইলট বলেন, সংসদে বাজেট নিয়ে খুব আলোচনা হয় না। জনসম্পৃক্ত প্রক্রিয়ার মধ্যদিয়ে বাজেট হওয়া উচিত। বাজেটে শিশুদের বাজেটের দিকে নজর না দিলে আগামী দিনে বাজেটের সুষম বণ্টন হবে না।

আসলাম বেগ সায়েম বলেন, জুলাই আন্দোলনে যেসব শিশু প্রাণ দিয়েছে তারা নিজের বাসায় থেকেও নিজেকে রক্ষা করতে পারেনি। বাজেটের ৩০ শতাংশ ব্যয় হয় শেষ মাসে। এটি তড়িঘড়ি করে এবং নামকাওয়াস্তে করা হয়। ফলে সঠিকভাবে ব্যয় হয় না।

শামীম আশরাফ বলেন, বাজেট হয়। কিন্তু সেটির সঠিক বাস্তবায়ন হয় কি না এটি তদারকি করা খুব গুরুত্বপূর্ণ। অনলাইনে কনটেন্ট ক্রিয়েটররা টাকার জন্য যেনতেন কনটেন্ট তৈরি করছেন। এসব বিষয়ে সরকারের নজর দেওয়া এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার।

আবিদ আজম বলেন, বাজেটের রিভিউ এবং ব্যয় নিয়ে জবাবদিহিতার ব্যবস্থা থাকা জরুরি। চলমান আমলাতান্ত্রিক জটিলতার কারণে শিশুরা ভিকটিম হয়ে আসছে। শিশুশ্রমকে শূন্যের কোঠায় নিয়ে আসা দরকার।

নাসরিন সুলতানা মিলি বলেন, বাজেটের বড় অংশ ব্যয় হয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বেতন-ভাতায়। সেটি বাদ দিয়ে মূল উন্নয়নে বাজেট কত সেটি আলাদা করে প্রতিবেদনে উল্লেখ থাকা দরকার।

তাহমিনা রহমান সাথী বলেন, জন্মের পর প্রথম আট বছরে শিশুর মস্তিষ্কের বিকাশ ঘটে। এই সময়ে সঠিক যত্ন না নেওয়া গেলে পরবর্তীতে তার থেকে সঠিক কর্মক্ষমতা গড়ে উঠে না। তাই শিশুকালে সঠিক পরিচর্যার জন্য বিভিন্ন খাতকে গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করা উচিত।

শিশু অধিকার নিয়ে কাজ করা প্রতিনিধিরা বাল্যবিবাহ বন্ধ এবং প্রাইভেট পড়া রোধ করে অভিভাবকরা যেন শিশুদের সময় দেন সেই ব্যবস্থা রাখার দাবি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সুবিধাভোগীদের মাঝে গো-খাদ্য বিতরণ

‘রিয়াল আগে আমাদের হারাক, তবেই কথা বলুক’

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলতে পারবে না : ডিএনসিসি প্রশাসক

ঢাকা-আরিচা মহাসড়কে ব্যারিকেড দিয়ে তেলবাহী ট্রাক লুট

রাজউক চেয়ারম্যানকে এবি পার্টির ২৮ দফা প্রস্তাব

এমএনপি সেবায় গতি আনতে কর প্রত্যাহার ও মাস্কিং সুবিধা চালুর আহ্বান

টিভি চ্যানেলে আমাকে ১৩ হাজার টাকা বেতনের প্রস্তাব দেওয়া হয়েছিল : তথ্য উপদেষ্টা

‘প্রায় চ্যাম্পিয়ন’ না এবার সত্যিই ইউরোপ সেরা হবে আর্সেনাল?

বেবিচক তথ্য অধিকার আইন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : চেয়ারম্যান

ব্রাহ্মণবাড়িয়ায় টাকা ভাংতি নিয়ে বিরোধ, একজনকে কুপিয়ে হত্যা

১০

তিন ঘণ্টা নিজ দপ্তরে অবরুদ্ধ এনবিআর চেয়ারম্যান

১১

আদালত চত্বরে জামাই-শ্বশুরের মারামারি

১২

‘অসাধারণ’ ছুটিতে ঢাবির সাবেক ভিসি অধ্যাপক মাকসুদ কামাল 

১৩

স্টারলিংকের লাইসেন্স হস্তান্তর করল বিটিআরসি

১৪

সেই অটোরিকশা নিয়ে বুয়েট শিক্ষকের স্ট্যাটাস

১৫

জাহাজ চলাচল নিরাপদ ও ডিজিটাল করতে বিএসসিএল-স্টারনুলারের এমওইউ

১৬

কেরানীগঞ্জে এলজিইডি অফিসে দুদকের অভিযান

১৭

পাকিস্তানকে ভয়ংকর ক্ষেপণাস্ত্র দিল চীন, উদ্বিগ্ন ভারত

১৮

‘হানিট্র্যাপ বিশ্ববিদ্যালয়’ : বছরে ৩৫০০ কোটি খরচ পাকিস্তানের

১৯

‘আমরা সেই চোরাবালিতে ডোবার চেষ্টা করছি’

২০
X