দৈনিক কালবেলায় গত ২৭ এপ্রিল ‘ঋণের চাপে যুবকের আত্মহত্যার অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে ব্র্যাক।
প্রতিবাদিলিপিতে বলা হয়, উল্লেখিত প্রতিবেদনটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। ঘটনাক্রমে মৃত ব্যক্তি ব্র্যাকের একজন সম্মানিত সদস্য। অভ্যন্তরীণ অনুসন্ধানে আমরা জানতে পেরেছি, মৃত ব্যক্তি এবং তার স্ত্রী দুজনেই ব্র্যাকের সদস্য এবং প্রতিষ্ঠানের সঙ্গে তাদের অত্যন্ত সুসম্পর্ক ছিল। তারা ব্র্যাকে নিয়মিত সঞ্চয় করতেন। তাদের কোনো মেয়াদোত্তীর্ণ বকেয়া ঋণ ছিল না। তাই মৃত ব্যক্তি এবং পরিবারকে ঋণের কিস্তি আদায়ে চাপ দেওয়ার প্রশ্নই ওঠে না।
এতে আরও বলা হয়, এ ঘটনায় ব্র্যাকের পক্ষ থেকে গভীর শোক ও মৃতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। আপনার বহুল প্রচারিত দৈনিকের উল্লেখিত প্রতিবেদনে তথ্যটি সংশোধন এবং আমাদের বক্তব্যটি প্রকাশের জন্য একান্ত অনুরোধ জানাচ্ছি। আপনার সদয় সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।
মন্তব্য করুন