বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের দুর্নীতির খোঁজে পূর্বাচলে স্টেডিয়ামে নির্মাণ, বিপিএলের খরচ, বিদেশি কোচ নিয়োগে খরচসহ ২৭ ধরনের নথি তলব করে বিসিবিতে দুদকের চিঠি।
সোমবার (২৮ এপ্রিল) দুদকের প্রধান কার্যালয় থেকে এ চিঠি পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের একজন কর্মকর্তা।
একযুগ ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল নাজমুল হাসান পাপনের। সংস্থাটির কাছে অভিযোগ রয়েছে, বোর্ডের প্রভাবশালী সাবেক এ সভাপতি শুধু ক্রিকেটকেই ব্যবহার করে হাতিয়ে নিয়েছেন হাজার কোটি টাকা।
পাপনের অবৈধ সম্পদের অর্জনের পাশাপাশি ক্রিকেট বোর্ডের দায়িত্ব থাকাকালের দুর্নীতিও খুঁজছে দুদক। এবার পূর্বাচলে স্টেডিয়াম নির্মাণ, বিপিএলের খরচ, বিদেশি কোচ নিয়োগে খরচ, আইসিসির মেগা আসরে খরচসহ দুর্নীতির তথ্য পেতে ২৭ ধরনের নথি তলব করে বিসিবিকে চিঠি দিয়েছে দুদক।
আগামী ৭ কার্যদিবসের মধ্যে নথিপত্র সরবরাহ করতে বলা হয়েছে।
মন্তব্য করুন