রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
রোববার (২৭ এপ্রিল) রাত ৩ টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রকিবুল হাসান আগুন নিয়ন্ত্রণের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
এর আগে রাত ২টা ৫ মিনিটের দিকে মোহাম্মদপুর কৃষি মার্কেটে এই আগুন লাগার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, খবর পেয়ে আগুন নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে এখন পর্যন্ত এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
মন্তব্য করুন