গত কয়েক দিনের গরমের পর সারা দেশে তাপমাত্রা কিছুটা কমেছে। রোববার (২৭ এপ্রিল) দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে চলা তাপপ্রবাহের বিস্তার কমেছে। সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বেড়ে তাপমাত্রা কমে আসতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার সন্ধ্যায় আবহাওয়ার নিয়মিত বুলেটিনে দেশের ৫ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাওয়ার তথ্য এসেছে। আগের দিন শনিবার দেশের ১৬ জেলায় বইছিল তাপপ্রবাহ।
আবহাওয়াবিদ ওমর ফারুক কালবেলাকে বলেন, বৃষ্টির প্রবণতা আগামী ২/৩ দিন অব্যাহত থাকবে। সোমবার থেকে তাপমাত্রা সহনশীল পর্যায়ে চলে আসবে। আগামী পাঁচ দিন একইরকম থাকবে তাপমাত্রা। এরপর ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে পারে।
আবহাওয়ার বুলেটিনে বলা হয়েছে, গোপালগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, যশোর ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। রোববার দেশের সর্বোচ্চ ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ সেলসিয়াস। এ ছাড়া সিরাজঞ্জের বাঘাবাড়ী ও পাবনার ঈশ্বরদীতে ৩৬ দশমিক ৪, গোপালগঞ্জে ৩৬ দশমিক ২ এবং পটুয়াখালীতে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে উঠলে তাকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসকে বলা হয় মাঝারি এবং ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। এরপর ৪২ ডিগ্রির উপরে উঠলে তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, সোমবার ও মঙ্গলবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। বুধবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন সারা দেশে দিন এবং রাতের তাপামাত্রা সামান্য বাড়তে পারে।
মন্তব্য করুন