কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ০৮:২৪ পিএম
অনলাইন সংস্করণ
সন্ধান চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

‘অপহরণের’ আড়াই মাসেও সন্ধান নেই ব্যবসায়ী লিখনের

সংবাদ সম্মেলনে লিখনের পরিবার। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে লিখনের পরিবার। ছবি : কালবেলা

অপহরণের আড়াই মাসেও সন্ধান মেলেনি মুন্সীগঞ্জের বালু ব্যবসায়ী সাইফুল ইসলাম লিখনের। গত ৬ ফেব্রুয়ারি তিনি ঢাকা থেকে মুন্সীগঞ্জ যাওয়ার জন্য বের হন। তিনি মুন্সীগঞ্জ পৌঁছলেও তার আর খোঁজ মেলেনি। ওই ঘটনায় থানায় অপহরণের মামলা হয়।

স্বজনরা জানান, ৩৩ বছর বয়সী লিখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করেন। এরপর বন্ধু সাদ্দামের সঙ্গে বালুর ব্যবসা করতে বিনিয়োগ করেন। ওই বিনিয়োগের ঝামেলার জেরেই তাকে অপহরণ করা হতে পারে।

রোববার (২৭ এপ্রিল) লিখনের সন্ধান চেয়ে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন পরিবারের সদস্যরা।

লিখিত বক্তব্যে লিখনের ভাই বাবু হাওলাদার বলেন, তারা ধারণা করছেন ব্যবসায়িক টাকা আত্মসাৎ করার জন্য তার ভাইকে অপহরণ করা হয়েছে। ভাই নিখোঁজের পর জিডি ও অপহরণ মামলা করার ক্ষেত্রে মুন্সীগঞ্জ পুলিশের অসহযোগিতা পেয়েছেন তিনি। পরে জিডি ও মামলা নিলেও তারা মনে করছেন একজন পুলিশ কর্মকর্তা লিখনের অপহরণের ঘটনা ভিন্ন খাতে নিয়ে প্রকৃত অপরাধীকে আড়াল করার চেষ্টা করেছেন। তবে বর্তমানে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) করলেও তার ভাইয়ের সন্ধান মিলছে না। এতে তারা দিন দিন হতাশ হয়ে পড়ছেন।

লিখন অপহরণের বিবরণ দিয়ে তিনি বলেন, লিখন ৬ ফেব্রুয়ারি বন্ধু সাদ্দামের নিমন্ত্রণে ঢাকার বাসা থেকে মুন্সীগঞ্জ যান। দুটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে ওই রাতে সাদ্দামের সঙ্গে তার ব্যবসায়িক মিটিংয়ের কথা ছিল। রাত ১১টা ১৪ মিনিটে ফোন করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ফেসবুক মেসেঞ্জারে কল দিলেও সেটি নিষ্ক্রিয় দেখায়। তখন সাদ্দামকে ফোন দিলে তিনি জানান যে, লিখন সন্ধ্যার দিকে ঢাকার উদ্দেশ্যে চলে গেছে।

পরিবারের অভিযোগ, তাদের মামলার তদন্ত কর্মকর্তা মুন্সীগঞ্জ সদর থানার উপপরিদর্শক সাদ্দাম মোল্লার সঙ্গে অভিযুক্ত সাদ্দামের সম্পর্ক রয়েছে। পুলিশের এই কর্মকর্তা ঘটনাটি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেছেন। লিখনকে অপহরণের সঙ্গে বন্ধু সাদ্দাম ছাড়াও স্থানীয় ইলিয়াস, রবিন, তপু, তানভীর ও রাজীব জড়িত থাকতে পারেন বলে তাদের সন্দেহ।

অবশ্য অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে উপপরিদর্শক সাদ্দাম মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিখোঁজ লিখনের বাবা দুলাল হাওলাদার, মা রোজিনা বেগম, বোন মিতু আক্তার ও ফাতেমা বেগম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে অবস্থান স্পষ্ট করে যুক্তরাষ্ট্রের বার্তা

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

২৮ এপ্রিল : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বাংলাদেশ কারো মুখাপেক্ষী নয়, বরং স্বনির্ভর : মুশফিকুল ফজল আনসারী

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২৮ এপ্রিল : আজকের নামাজের সময়সূচি

মোহাম্মদপুর কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

পুরো বাংলাদেশের পক্ষ থেকে আমরা লজ্জিত : সারজিস আলম

মোহাম্মদপুর কৃষি মার্কেটে ভয়াবহ আগুন

পটুয়াখালীতে তাপ বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ শেডে ভয়াবহ আগুন

১০

জুলাই আন্দোলনে সম্পৃক্ততা: জাবির ৯ শিক্ষক সাময়িক বরখাস্ত

১১

বিএনপি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায় : আমিনুল হক

১২

টটেনহ্যামকে উড়িয়ে লিভারপুলের প্রিমিয়ার লিগ শিরোপা জয়

১৩

দুই ছাত্রলীগ নেতাকে আটক করল ছাত্রদল, পুলিশে সোপর্দ

১৪

কুমিল্লায় বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষ

১৫

নিরিবিলিতে মাদক ব্যবসায়ীদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

১৬

বরিশালে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

১৭

কাশ্মীর হামলা তদন্তে চীন-রাশিয়াকে যুক্ত করার প্রস্তাব পাকিস্তানের

১৮

ডাকাত ধরতে গিয়ে ট্রাকচাপায় আহত পুলিশ সদস্যের মৃত্যু

১৯

আল জাজিরাকে প্রধান উপদেষ্টা / শেখ হাসিনাকে চুপ রাখতে বললেন ড. ইউনূস, মোদি বললেন, ‘পারবেন না’

২০
X