বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় সংস্কৃতিবিষয়ক সম্পাদক সুবির কুমার বর্ধনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংগঠনের চেয়ারম্যান বিজন কান্তি সরকার ও মহাসচিব এস এন তরুণ দে।
মঙ্গলবার (২২ এপ্রিল) কল্যাণ ফ্রন্টের দপ্তর সম্পাদক তপন কুমার বসু (মিন্টু) স্বাক্ষরিত এক শোকবার্তায় তারা এ শোক প্রকাশ করেন।
কল্যাণ ফ্রন্টের শীর্ষ নেতৃদ্বয় সুবির কুমার বর্ধনের আত্মার শান্তি কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, সোমবার (২১ এপ্রিল) রাজধানীর নিজ বাসায় মৃত্যুবরণ করেন সুবির কুমার বর্ধন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬০ বছর।
মন্তব্য করুন