ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
সোমবার (২১ এপ্রিল) রাতে এক শোক বার্তায় পরিষদের সভাপতিত্রয় ঊষাতন তালুকদার, ড. নিম চন্দ্র ভৌমিক ও নির্মল রোজারিও এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ এই শোক প্রকাশ করেন।
তারা বলেন, পোপ ফ্রান্সিসের ভূমিকা শুধু ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মীয় নেতা হিসেবেই নয়, একজন বিশ্বনেতা হিসেবে বিবেচিত। যিনি নৈতিকতা, মানবাধিকার, পরিবেশ ও সামাজিক ন্যায়বিচারের বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
প্রসঙ্গত, সোমবার ভ্যাটিকানে কাসা সান্তা মার্তায় নিজ বাসভবনে ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন ধর্মগুরু পোপ ফ্রান্সিস।
মন্তব্য করুন