ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও এবং মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া।
সোমবার (২১ এপ্রিল) এক শোকবার্তায় এ দুঃখ প্রকাশ করে সংগঠনটি।
শোকবার্তায় বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের শীর্ষ নেতারা বলেন, পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ক্যাথলিক খ্রিস্টানরা হারিয়েছে তাদের ধর্মগুরুকে আর বিশ্ব হারিয়েছে এক মহান ধর্মীয় ব্যক্তিত্বকে, যিনি জীবদ্দশায় পৃথিবীতে মানবজাতির শান্তি, কল্যাণ ও প্রান্তিক পর্যায়ে জনগণের জন্য কাজ করেছেন। বিশ্ব পরিবেশ রক্ষায় ছিল যার বিশেষ দৃষ্টি। তারা পোপ ফ্রান্সিসের মৃত্যুতে সমব্যথী হয়ে তার বিদেহী আত্মার মঙ্গল ও চির শান্তি কামনা করেন।
ভ্যাটিকানে কাসা সান্তা মার্তায় নিজ বাসভবনে ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন পোপ ফ্রান্সিস। ভ্যাটিকানের কার্ডিনাল কেভিন ফেরেল এক বিবৃতিতে জানান, স্থানীয় সময় সোমবার (২১ এপ্রিল) সকাল ৭টা ৩৫ মিনিটে রোমের বিশপ ফ্রান্সিস ঈশ্বরের কাছে ফিরে গেছেন। তার পুরো জীবন ছিল প্রভু ও চার্চের সেবায় উৎসর্গিত।
মন্তব্য করুন