চট্রগ্রাম এবং বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলোতে দুপুরের মধ্যে ব্যাপক বজ্রপাত ও ভারি বৃষ্টির শঙ্কা রয়েছে।
রোববার (২০ এপ্রিল) কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এ তথ্য জানিয়েছেন।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন- রোববার সকাল ৮টা ২০ মিনিটের পর থেকে দুপুর পর্যন্ত ১২টার মধ্যে চট্টগ্রাম বিভাগের নোয়াখালী ও চট্রগ্রাম এবং বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলো বিশেষ করে পটুয়াখালী, ভোলা, বরগুনা, ও পিরোজপুর জেলার উপকূলবর্তী উপজেলাগুলোর উপরে ব্যাপক প্রাণ-ঘাতি বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি বৃষ্টির প্রবল শঙ্কা করা যাচ্ছে।
এছাড়া সকাল ১১টা পর্যন্ত বজ্রপাতের প্রচণ্ড ঝুঁকি রয়েছে। তাই নোয়াখালী, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ও পিরোজপুর জেলার কৃষক ও জেলে ভাইদের সকাল ১১টা পর্যন্ত মাছ ধরতে ও মাঠে কৃষি কাজ করতে যাওয়া থেকে বিরত থাকারও অনুরোধ জানিয়েছেন তিনি।
এদিকে, দেশের ৫ জেলায় দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব জেলার নদীবন্দরগুলোকেও সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
রোববার (২০ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের একেএম নাজমুল হকের দেওয়া দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আজ দুপুরের মধ্যে রংপুর, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী এবং চট্টগ্রামের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
মন্তব্য করুন