কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

বৃষ্টি ঝরবে পাঁচ দিন, সহনশীল থাকবে তাপমাত্রা

বৃষ্টির মাঝে চলছে রিকশা ও গাড়ি। ফাইল ছবি
বৃষ্টির মাঝে চলছে রিকশা ও গাড়ি। ফাইল ছবি

কয়েক দিন ধরে চলছে তাপপ্রবাহ। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। তবুও গরম কমছে না। সোমবার (১৪ এপ্রিল) দেশের ১৪টি স্থানে বয়ে গেছে তাপপ্রবাহ। মঙ্গলবার (১৫ এপ্রিল) তাপপ্রবাহ থেকে মুক্তি মিলেছে। আগামী পাঁচ দিন তাপমাত্রা সহনশীল থাকার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরপর বৃষ্টি প্রবণতা কমে ফের তাপমাত্রা বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম কালবেলাকে বলেন, আগামী কয়েক দিন তাপমাত্রা মোটামুটি কমের দিকে থাকতে পারে। আগামীতে পাঁচ দিনের মতো তাপমাত্রা কম থাকতে পারে। এরপর বৃষ্টি কমে তাপমাত্রা বাড়বে।

তিনি বলেন, তাপমাত্রা বেশি থাকে দিনের বেলায়। এটি প্রশমিত হতে গেলে বৃষ্টি হতে হবে দিনে। কিন্তু এখন যেসব বৃষ্টি হচ্ছে, তা বেশির ভাগই সন্ধ্যা বা রাতে। তাতে প্রশান্তি মেলে। কিন্তু পরে দিনের তাপ আবারও বাড়ে। অবশ্য এ সময়ের বৃষ্টির প্রবণতাই এমন।

ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মাদারীপুর, মৌলভীবাজার, রাঙামাটি, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী জেলা এবং চট্টগ্রামের সন্দ্বীপ ও সীতাকুণ্ড অঞ্চলে সোমবার বয়ে যাওয়া তাপপ্রবাহ মঙ্গলবার প্রশমিত হয়েছে। সেদিন দেশের সর্বোচ্চ ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় চট্টগ্রামের সীতাকুণ্ডে, ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ফেনীতে ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশে সর্বোচ্চ ২৮ মিলিমিটার বৃষ্টি ঝরেছে চট্টগ্রামের সন্দ্বীপে। এ ছাড়া পটুয়াখালীর খেপুপাড়ায় ২৬, টাঙ্গাইলে ২৩, বান্দরবানে ২০, রাঙামাটিতে ১৫, চুয়াডাঙ্গায় ১৬, বান্দরবান ও কুষ্টিয়ায় ১৪, ভোলা, পটুয়াখালী ও বরিশালে ১৩ মিলিমিটারসহ দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সন্ধ্যার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এসময়ে সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এদিন সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আগামী বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শনিবার সন্ধ্যা থেকে রোববার সন্ধ্যার মধ্যে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে এবং তাপমাত্রা বাড়তে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় পুলিশের ওপর হামলা

‘ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে খরচ বেড়েছে ২ হাজার কোটি টাকা’

সেতু আছে, সড়ক নেই

বিএসএমএমইউর নাম এখন ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’

স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামীসহ দুজনের মৃত্যুদণ্ড

নিকোল চুলিকের সঙ্গে এনসিপির বৈঠক শুরু

আগারগাঁও ও উত্তরায় ৪০০ অবৈধ দোকান উচ্ছেদ

জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেসের শিক্ষার্থীদের শিক্ষাসফর

শুল্ক আরোপ : আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাচ্ছে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার দাবিতে উপদেষ্টাকে স্মারকলিপি 

১০

জুলাইয়ে সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

১১

কিমিয়া সাদাত কমিউনিটি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী

১২

প্রকাশিত হয়েছে ‘মেঘমালা দ্বীপ এ রহস্য’

১৩

তীব্র গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি

১৪

আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত : শফিকুর রহমান

১৫

যশোরে পুকুরে ডুবে ২ ভাইবোনের মৃত্যু

১৬

সৌদি আরবের জন্য খুলছে ইউরোপের দ্বার

১৭

জাতীয় গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতির দাবিতে বিএমএসএফ’র স্মারকলিপি প্রদান

১৮

সিরাজগঞ্জে যুবদলের ৭ নেতা বহিষ্কার

১৯

এবার কি রিয়ালের জন্য কামব্যাক একেবারেই অসম্ভব?

২০
X