সকালের মধ্যে দেশের পাঁচ বিভাগের উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম করতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।
শনিবার (১২ এপ্রিল) ফেসবুকের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এমন তথ্য দেন।
পোস্টে তিনি লেখেন, আজ রাত ১ টা বেজে ৩০ মিনিটের পর থেকে আগামীকাল সকাল ১০ টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের জেলাগুলোর উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। কালবৈশাখী ঝড় অতিক্রমের সময় তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। এই সময় রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার উপরে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। কালবৈশাখী ঝড় প্রথমে রংপুর ও রাজশাহী বিভাগের উপর দিয়ে অতিক্রম করবে।
মন্তব্য করুন