রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত দখলদার ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ও মজলুম ফিলিস্তিনিদের সমর্থনে গণজমায়েত কর্মসূচি ‘মার্চ ফর গাজা’তে অংশ নেয় অনলাইন গ্রুপ।
শনিবার (১২ এপ্রিল) দুপুরের দিকে রাজধানীর ইসিবি চত্বরে প্রায় দুই শতাধিক লোক ‘এএসডব্লিউ মেগা ফুড পার্ক’ (অনলাইন গ্রুপের একটি প্রতিষ্ঠান)-এর সামনে থেকে এ কর্মসূচিতে অংশ নিতে যাত্রা শুরু করেন।
এর আগে, ইসিবি চত্বরে অনলাইন গ্রুপের উদ্যোগে গণজমায়েতে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাজেদা আক্তার পপি, ডিরেক্টর (অ্যাডমিন) মো. জাহাঙ্গীর আলমসহ কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
পরে দুপুর সোয়া ২টার দিকে একাধিক ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে প্রায় দুই শতাধিক লোক বিক্ষোভ মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের গণজমায়েতের উদ্দেশ্যে রওনা হন। এ সময় তারা ‘দুনিয়ার মুসলিম এক হও এক হও’ ‘একটা একটা ইহুদি ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘ইহুদির দালালেরা, হুঁশিয়ার সাবধান, ‘ট্রাম্পের দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’ ‘ইসরায়েলি পণ্য, বয়কট বয়কট’সহ নানা স্লোগানে ফিলিস্তিনিদের প্রতি পূর্ণ সমর্থন জানানো হয়।
এর আগে, গত জুলাই-আগস্টে ঘটে যাওয়া ছাত্র-জনতার আন্দোলনেও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন অনলাইন গ্রুপের চেয়ারম্যান, এমডিসহ প্রতিষ্ঠানটির বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা। আন্দোলন চলাকালে অনলাইন গ্রুপের পক্ষ থেকে আন্দোলনকারীদের নানা সহায়তাও দেওয়া হয়।
উল্লেখ্য, ফেসবুকে ‘মার্চ ফর গাজা’ নামে একটি ইভেন্ট পেজ তৈরি করেছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট, বাংলাদেশ। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), হেফাজতে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সংগঠন, ইসলামি বক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ‘মার্চ ফর গাজা’ শীর্ষক কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে।
শনিবার সকাল থেকেই ‘মার্চ ফর গাজা’ গণজমায়েত কর্মসূচিতে যোগ দিতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক মানুষ সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যেতে শুরু করেন। ওই দিন বিকাল ৩টার কিছু পরে এই গণজমায়েত শুরু হয়। এ সময় সেখানে ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন উপস্থিত জনতা।
মন্তব্য করুন