মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ১২:১৩ এএম
আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ১২:১৫ এএম
অনলাইন সংস্করণ

বিনিয়োগ সম্মেলনে স্বাস্থ্য, প্রযুক্তি ও পানিসম্পদ খাতে ৫ সমঝোতা স্মারক সই

বিডার সহায়তায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে মোট পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। ছবি : কালবেলা
বিডার সহায়তায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে মোট পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। ছবি : কালবেলা

বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের (বিডা) আয়োজনে চার দিনব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫ এর শেষ দিনে স্বাস্থ্য, প্রযুক্তি এবং পানি পরিশোধন খাতে একাধিক গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

বিডার জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মণ্ডলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিডার সহায়তায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে মোট পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে হাছান মোহিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস। এর মধ্যে রয়েছে একটি ত্রিপক্ষীয় এবং চারটি দ্বিপক্ষীয় চুক্তি। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো- ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, বিকন ফার্মাসিউটিক‍্যালস পিএলসি, দ্য এন্টারপ্রেনার্স গ্রুপ, জেপিজি ইনভেস্টমেন্ট এবং হাছান মোহিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস।

ত্রিপক্ষীয় চুক্তিতে স্বাক্ষর করেন বিকন ফার্মাসিউটিক‍্যালস পিএলসির পরিচালক এহতিয়াজ করিম, দ্য এন্টারপ্রেনার্স গ্রুপের প্রতিনিধি মাইকেল জোনাথন গেইল এবং হাছান মোহিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের ম্যানেজিং পার্টনার হাসান ইমাম সিদ্দিকী।

দ্বিপক্ষীয় চুক্তিসমূহের মধ্যে জেপিজি ইনভেস্টমেন্টের সঙ্গে চুক্তিতে অংশ নেন জেপিজি ইনভেস্টমেন্টের সিইও জেমস পন্ড এবং হাছান মোহিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের সিনিয়র পার্টনার শাহ মোহিন উদ্দিন।

এ ছাড়াও ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ও অন্যান্য অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতামূলক প্রকল্প নিয়ে আলোচনা চলছে। এ পাঁচটি সমঝোতা স্মারক দেশের স্বাস্থ্য, আর্থিক ও প্রযুক্তি খাতে নতুন বিনিয়োগ সম্ভাবনার দিক উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। ব্যক্তি খাতভিত্তিক চারটি সমঝোতা দেশের অর্থনীতিতে বেসরকারি বিনিয়োগের ইতিবাচক প্রবাহ সৃষ্টি করবে। অ্যান্ড্রে ব্যাটিসটন

একই দিনে, বিডা এবং যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান কোয়েস্ট ওয়াটার গ্লোবাল ইনকর্পোরেটেডের মধ্যেও একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ চুক্তির আওতায় কোয়েস্ট ওয়াটার গ্লোবাল ইনকর্পোরেটেড ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে সুপেয় পানির শোধনাগার নির্মাণে কাজ করবে। এর ফলে সাধারণ জনগণের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির সহজলভ্যতা নিশ্চিত করা সম্ভব হবে। চুক্তি স্বাক্ষরের সময় ঢাকা ওয়াসার প্রতিনিধি উপস্থিত ছিলেন, যা সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত ভূমিকার পরিচয় বহন করে। বিডার পক্ষে স্বাক্ষর করেন সংস্থার সচিব খন্দকার আজিজুল ইসলাম, এবং কোয়েস্ট ওয়াটার গ্লোবাল ইনকর্পোরেটেডের পক্ষে স্বাক্ষর করেন অ্যান্ড্রে ব্যাটিসটন।

এ ছাড়া আজকের দিনে স্বাস্থ্য খাতে বিনিয়োগের এক উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক দুটি প্রতিষ্ঠান বাংলাদেশে ক্যান্সার হাসপাতাল নির্মাণসহ স্বাস্থ্যখাতে শত মিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগের উদ্দেশ্যে পৃথক দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫ এ দেশবিদেশের বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরা হয় এবং একাধিক গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকের মধ্য দিয়ে সফলভাবে এ সম্মেলন শেষ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের পেছাল সাগর রুনি হত্যা মামলার প্রতিবেদন

বড়াইবাড়ী দিবস পালনের আহ্বান কর্নেল অলির

বিশ্বকাপ খেলতে জ্যোতিদের সামনে যে সমীকরণ

দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কা, চালক-হেলপার নিহত

হেফাজতের মহাসমাবেশ ঘিরে বাবুনগরে বিশেষ বৈঠক

ট্রাম্পের কথা না শোনায় বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের ২.২ বিলিয়ন ডলারের তহবিল স্থগিত

সায়েন্স ল্যাবে অতিরিক্ত পুলিশ মোতায়েন

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে

কুয়েটে শিক্ষার্থী বহিষ্কার, ঢাবিতে বিক্ষোভের ডাক

ট্রাম্পের শুল্কনীতি বাতিল চেয়ে আন্তর্জাতিক বাণিজ্য আদালতে মামলা

১০

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষ 

১১

মেসির বিশ্বকাপ খেলা নিয়ে সুয়ারেজের রহস্যময় বার্তা!

১২

মতভিন্নতা থাকলেও রাষ্ট্র সংস্কারে সবার লক্ষ্য এক : আলী রীয়াজ

১৩

সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র সচিবের বৈঠক

১৪

প্রবেশপত্র না পাওয়া ১৩ শিক্ষার্থী পরীক্ষায় বসেছে

১৫

সিমিওনের খোঁচা — ‘লেভানডভস্কির গোল কিন্তু বেশি, জুলিয়ান!’

১৬

বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা কেন্দ্রে তাসলিমা

১৭

ডাকসু নির্বাচন / মে মাসে নির্বাচন কমিশন গঠন ও ভোটার তালিকা

১৮

মারা গেছেন অভিনেত্রী গুলশান আরা আহমেদ

১৯

ইতালি নয়, ওমানেই দ্বিতীয় দফা ইরান-আমেরিকা আলোচনা

২০
X