ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতি, মামলা বাণিজ্য, হয়রানি, অবৈধ সম্পদ অর্জনসহ নানা অভিযোগ বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জিনিয়া জিন্নাতকে ওএসডি করেছে জনপ্রশান মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে জনপ্রশান মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
জিন্নাতের স্বামী নানামুখী প্রতারক আশরাফুজ্জামান ওরফে মিনহাজ বর্তমানে দেশদ্রোহী-সন্ত্রাসী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতারণা মামলায় কারাগারে আছেন। সিনিয়র সহকারী সচিব জিনিয়া জিন্নাতের ক্ষমতা ব্যবহার করে মিনহাজ আমলা, পুলিশ, রাজনীতিবিদ ও বিচার বিভাগকে ব্যবহার করে নানা অপকর্ম করত। স্বামী-স্ত্রীর এসব অপকর্ম নিয়ে দৈনিক কালবেলাসহ দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
সম্প্রতি জিনিয়া ও তার স্বামী মিনহাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতিসহ নানা অভিযোগ জমা পড়ে দুদকে। রোববার (২৩ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনে ভুক্তভোগী এক ব্যক্তি এমন অভিযোগ দায়ের করেন। ৪০ পৃষ্ঠার অভিযোগপত্রে মোট ১৩টি অভিযোগ করেছেন ওই ব্যক্তি।
অভিযোগে বলা হয়, পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জিনিয়া জিন্নাত ও তার কথিত স্বামী আশরাফুজ্জামান ওরফে মিনহাজ উদ্দিন ক্ষমতার অপব্যবহার, জালিয়াতি, প্রতারণা, মানুষকে ভয় দেখিয়ে এবং নিরীহ ব্যক্তিদের মামলায় যুক্ত করাসহ অবৈধভাবে টাকা উপার্জন, পাচার ও হয়রানি করে আসছেন। অনুসন্ধান সাপেক্ষে তাদের কঠোর শাস্তি হওয়া জরুরি।
অন্যদিকে মিনহাজ উদ্দিন কখনো নিজেকে দেশে ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ বলে পরিচয় দিতেন। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের উপদেষ্টা হিসেবেও পরিচয় দিতেন। আবার রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আছে পরিচয় দিয়ে বিএনপি নেতাদের বড় পদ দেওয়ার আশ্বাস দেওয়া শুরু করেছিলেন। শুধু তাই নয়, সরকারি চাকরিতে ভালো পোস্টিং, পদোন্নতি দেওয়ার লোভ দেখিয়ে হাতিয়ে নিতেন টাকা।
গত ২৬ মার্চ রাতে শরীয়তপুরের নড়িয়া থেকে মিনহাজকে আটক করে সেনাবাহিনীর একটি টিম।
অভিযোগ আছে, বিসিএস ক্যাডার ‘কথিত’ স্ত্রীর প্রভাব দেখিয়ে ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ভাঙিয়ে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষকে মিথ্যা মামলার আসামি করে আবার ভুক্তভোগীদের সহযোগিতার কথা বলে অর্থ হাতিয়ে নেওয়াই তার মূল পেশা।
মন্তব্য করুন