আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি৩ এর ২০২৫-২৬ বছরের নেতৃত্বের জন্য মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) ধানমন্ডিস্থ অধ্যাপক আবু আহমেদ চৌধুরী মিলনায়তনে অত্যন্ত আনন্দঘন এবং উৎসব মুখর পরিবেশে দ্বিতীয় ভাইস জেলা গভর্নর পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) জাতীয় নির্বাহী কমিটির সদস্য লায়ন অধ্যাপক ডা. কাজী মাজারুল ইসলাম দোলন তার মনোনয়নপত্র জমা দেন।
এছাড়াও বিশিষ্ট ব্যবসায়ী লায়ন আব্দুল্লাহ খালিদ, চাঁদপুরের স্বনামধন্য ব্যবসায়ী লায়ন সাকি কাওসার, জাতীয় সমাজতান্ত্রিক দল (ইনু)-এর সহসাধারণ সম্পাদক এবং ব্যবসায়ী লায়ন হারুন ওর রাশিদ, লায়ন ইঞ্জিনিয়ার মনোয়ারা বেগম এবং গানবাংলা টেলিভিশন এর চেয়ারম্যান লায়ন দেলোয়ার হোসেন রাজা দ্বিতীয় ভাইস জেলা গভর্নর পদে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন কমিটির চেয়ারম্যান লায়ন সাদেক হোসেনের সভাপতিত্বে এই মনোনয়ন জমাদান সভা অনুষ্ঠিত হয়। এসময় আগামী বার্ষিক কনভেনশন ২০২৫ উপলক্ষে গভর্নর সাব্বির এম সায়েম বিস্তারিত আলোচনা করেন এবং কনভেনশনের লোগো উন্মোচন করেন। এ সময় সকল প্রার্থী শুভেচ্ছা বক্তব্য রাখেন।
মন্তব্য করুন