বাংলাদেশ বিমানবাহিনীর কর্মকর্তা গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (০৭ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এসএম রাগীব সামাদ গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন। বিমান বাহিনীর এ কর্মকর্তাকে নিজ বাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। পাশাপাশি গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদের চাকরি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
গ্রুপ ক্যাপ্টেন কামরুল ২০২২ সালের মার্চে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্ব পান। এরপর থেকে ঢাকার এই বিমানবন্দরে নানা সংস্কারের ফলে শৃঙ্খলা ফেরে। দায়িত্ব পাওয়ার পর থেকে তার আমলে বিমানবন্দরে হেল্প ডেস্ক স্থাপন, ফ্যাসিলিটেশন প্রশিক্ষণ, ওয়েবসাইট, হটলাইন চালুর মতো যাত্রীবান্ধব নানা উদ্যোগও নেওয়া হয়।
মন্তব্য করুন