কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৫, ০১:০২ পিএম
আপডেট : ০২ এপ্রিল ২০২৫, ০১:৫০ পিএম
অনলাইন সংস্করণ

সরকারের দায়িত্ব গ্রহণের পর জঙ্গিবাদের উত্থান হয়নি : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত

সরকারের দায়িত্ব গ্রহণের পর দেশে কোনো জঙ্গিবাদ সংক্রান্ত সমস্যা উত্থিত হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (২ এপ্রিল) রাজধানীর খিলক্ষেত, বাড্ডা, ভাটারাসহ বিভিন্ন থানায় ঈদের শুভেচ্ছা বিনিময় ও কার্যক্রম পরিদর্শনে শেষে এ কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, আজকের থানা পরিদর্শনের উদ্দেশ্য ছিল নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় ও তাদের খোঁজ-খবর নেওয়া।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, কোন পত্রিকা কি বলে তা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। তবে দেশে জঙ্গিবাদ নিয়ে কোনো উদ্বেগ দেখছি না।

দেশে চলমান পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ৫ আগস্টের পর প্রথমে সরকার ছিল না, তবে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। এখন সবাই একত্রে চেষ্টা করছে। আমাদের নিরাপত্তা বাহিনী নিরলসভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও এই উন্নতি অব্যাহত থাকবে।

বৈষম্যবিরোধী আন্দোলনে করা হত্যা মামলায় অনেক নিরীহ মানুষের নামেও মামলা দেওয়া হচ্ছে যাদের নাম এজাহারে নেই—সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, বিষয়টি সত্য। এমনও অনেকে আছেন যাদের এজাহারে নাম আছে কিন্তু জড়িত নন। এমন অনেকেই ছিল যারা তখন দেশের বাইরে ছিলেন।

এ সময় তিনি আরও বলেন, আমরা প্রপার তদন্ত করছি এবং নির্দোষ কোনো ব্যক্তিকে সাজা দেওয়া হবে না।শুধু থানার তদন্ত নয় এটার জন্য আলাদা কমিটিও করা হয়েছে। যেন কোনোভাবেই নিরীহ লোকজন সাজা না পায়। সেই সঙ্গে কোনো দুস্কৃতিকারীকেও ছাড় দেওয়া হবে না।

উল্লেখ্য, মঙ্গলবার (১ এপ্রিল) নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সরকার পতনের পর বাংলাদেশে ধর্মীয় চরমপন্থা উত্থানের দ্বারপ্রান্তে। সেই প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশ যখন নিজেকে পুনরুজ্জীবিত করছে, তখন কট্টরপন্থী ইসলামিস্টরা একটি সুযোগ দেখতে পাচ্ছে।

তবে নিউইয়র্ক টাইমসের এই প্রতিবেদনটি উদ্বেগজনক এবং বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। মঙ্গলবার সিএ প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে ধর্মীয় চরমপন্থা উত্থানের দ্বারপ্রান্তে—এমন ইঙ্গিতই দেওয়া হয়েছে নিউইয়র্ক টাইমসের নিবন্ধে। কিন্তু প্রকৃতপক্ষে এটি বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে।

নিবন্ধটিতে বলা হয়েছে, বাংলাদেশ যখন নিজেকে পুনরুজ্জীবিত করছে, তখন কট্টরপন্থী ইসলামিস্টরা একটি সুযোগ দেখতে পাচ্ছে। এই বক্তব্যকে প্রত্যাখ্যান করে প্রেস উইং বলছে, নিউইয়র্ক টাইমসের নিবন্ধটি বাংলাদেশ সম্পর্কে একটি উদ্বেগজনক এবং একপেশে দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে।

সিএ প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুলভাবে চিত্রিত বাছাইকৃত উসকানিমূলক উদাহরণের ওপর নির্ভর করার চেয়ে বরং পরিস্থিতির জটিলতা এবং গত এক বছরে বাংলাদেশ যে উন্নতি করেছে তার স্বীকৃতি দেওয়া গুরুত্বপূর্ণ।

প্রেস উইং আরও বলছে, যদিও নিবন্ধটি ধর্মীয় উত্তেজনা এবং রক্ষণশীল আন্দোলনের কিছু ঘটনা তুলে ধরেছে, তবে এটি অগ্রগতির বৃহত্তর প্রেক্ষাপটকে উপেক্ষা করেছে। বাংলাদেশ নারীদের অবস্থার উন্নতিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং অন্তর্বর্তীকালীন সরকার তাদের সুরক্ষা এবং কল্যাণের জন্য বিশেষভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এটি এমন একটি সরকার যা নারীর অধিকার এবং সুরক্ষাকে অগ্রাধিকার দিয়েছে। অথচ নিবন্ধে এর উল্টোটা বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চোখ খুললেও কথা বলছে না গুলিবিদ্ধ শিশু আবিদা

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণ

বিমসটেক সম্মেলনেও রোহিঙ্গাদের ‘অবৈধ বাঙালি’ বলেছিল মিয়ানমার, অতঃপর...

৮ দিনের ছুটি শেষে আখাউড়ায় আমদানি-রপ্তানি শুরু

ওয়াইসির কান্নার ভিডিওটি ভুয়া

চীনের পাল্টা শুল্কারোপে মার্কিন শেয়ারবাজারে ধস

প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরির সুযোগ

অস্তিত্ব সংকটে ফুলবাড়ীর বাঁশ-বেতশিল্প

রোহিঙ্গাদের আগামী বছরের মধ্যে পাঠানো যাবে কি না সংশয় প্রেস সচিবের

১০

আটাশ পেরিয়ে রাশমিকার ঊনত্রিশ

১১

বন্ধ হয়ে যাওয়া ‘আপন দুলাল’ নাটকের মঞ্চায়ন আজ

১২

গাজায় গত ২৪ ঘণ্টায় অবিরাম হামলা, দেখুন ছবিতে

১৩

ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের নিরাপত্তায় যৌথ বাহিনী

১৪

শখের মোটরসাইকেলে প্রাণ গেল নাহিদের

১৫

গভীর রাতে রান্নাঘরে শব্দ, দরজা খুলে হতভম্ব পরিবারের সদস্যরা

১৬

কোন ভুলের শাস্তি পাচ্ছে লেবানন?

১৭

সৃষ্টিকর্তা ফ্যাসিবাদকে ধ্বংস করতে তরুণ প্রজন্মকে পাঠিয়েছে : গোলাম রসুল

১৮

সাতসকালে ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

১৯

মানুষের মতো কথা বলছে কাক, অবাক নেটিজেনরা

২০
X