মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৫, ০৩:০২ পিএম
আপডেট : ৩০ মার্চ ২০২৫, ০৩:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

পর্যটন কেন্দ্রে নারী-শিশুদের নিরাপত্তা দেবে র‍্যাব : ডিজি

নির্বিঘ্নে ঈদ উৎসব উদযাপনে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
নির্বিঘ্নে ঈদ উৎসব উদযাপনে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মহাপরিচালক অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) একেএম শহিদুর রহমান বলেছেন, ঈদের দিন এবং ঈদের ছুটির দিন ঘুরতে পর্যটন কেন্দ্র এবং বিনোদনকেন্দ্রগুলোতে প্রচুর মানুষের সমাগম হবে। মানুষ যেন নিরাপদে বিনোদন করতে পারে সেজন্য আমরা সেসব স্থানে নিরাপত্তা ব্যবস্থা রেখেছি। ঈদের সময় আমাদের দেশে নারী ও শিশুদের একটি বিশাল সংখ্যা বিনোদনকেন্দ্রগুলোতে যাতায়াত করেন। সেসব বিষয়ে লক্ষ্য করেও আমরা নিরাপত্তা ব্যবস্থা রেখেছি। যাতে করে নারী ও শিশুদের কেউ ইভটিজিং কিংবা যৌন হয়রানি না করতে পারে।

রোববার (৩০ মার্চ) সকালে জাতীয় ঈদগাহ প্রাঙ্গণে দেশের জাতীয় ঈদগাহ এবং অন্যান্য ঈদগাহে ঈদুল ফিতরের জামাতের নিরাপত্তা এবং দেশবাসীর নির্বিঘ্নে ঈদ উৎসব উদযাপনে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে এক সংবাদ সন্মেলনে এসব বলেন তিনি।

এ সময় ঢাকাসহ দেশের বড় বড় শহরগুলোতে ঈদের ছুটিতে ফাঁকা বাসায় যেন চুরি কিংবা দস্যুতার ঘটনা না ঘটে সেজন্য র‍্যাব সজাগ দৃষ্টি রেখেছে বলেও জানান তিনি।

একেএম শহিদুর রহমান বলেন, ঈদুল ফিতরকে কেন্দ্র করে রমজান মাসের শুরু থেকেই আমরা নিরাপত্তা মূলক ব্যবস্থা গ্রহণ করেছি। রমজান মাসের শুরুতে মার্কেটগুলোতে বেচাকেনা বাড়ে এবং অনেক টাকার লেনদেন হয়। এর ফলে বেড়ে যায় ছিনতাই ও চাঁদাবাজির মতো অপরাধ। তাই আমরা রমজান মাসের শুরু থেকে এই ধরনের অপরাধ নিয়ন্ত্রণের জন্য কাজ করে আসছি। আপনারা দেখেছেন এখন ছিনতাই ও চাঁদাবাজির মতো অপরাধ কিছুটা নিয়ন্ত্রণ এসেছে। ঈদের আগে ঈদের দিন এবং ঈদের পরে এই তিন ধাপে আমাদের দায়িত্ব পালন করতে হয়। ঈদ পূর্ববর্তী ধাপের প্রায় শেষ পর্যায়ে আমরা।

তিনি বলেন, প্রথম থেকেই মার্কেট গুলোতে যেন চাঁদাবাজি না হয় এবং রাস্তায় যেন ছিনতাইয়ের মতো ঘটনা না ঘটে সেজন্য আমরা কাজ করেছি। এ ছাড়া ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের যাত্রা যেন নির্বিঘ্নে হয় সেজন্য আমরা অন্যান্য বাহিনীর সঙ্গে কাজ করে যাচ্ছি। হাইওয়েতে যেন ডাকাতি না হয় এবং দুর্ঘটনা যাতে কম হয় সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। এ ছাড়া ট্রাফিক নিয়ন্ত্রণেও আমরা কাজ করে যাচ্ছি। ঈদকে কেন্দ্র করে বাস টার্মিনাল, লঞ্চ ঘাট ও ট্রেন স্টেশনে প্রচুর লোকের সমাগম হয়।

সেসব স্থানে নিরাপত্তা নিশ্চিত করতে দেশব্যাপী আমরা গোয়েন্দা নজরদারি, টহল ও সাদা পোশাকে অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করে থাকি। ঈদের দিন সারাদেশে অনেক বড় বড় ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবং সেখানে বিপুল সংখ্যক মুসল্লিদের সমাগম হবে। এই কেন্দ্রীয় ঈদগাসহ দেশের যে সব স্থানে বড় বড় জামাত অনুষ্ঠান হবে সেটা বিভাগ পর্যায় থেকে শুরু করে উপজেলা পর্যায় পর্যন্ত আমাদের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। যাতে মুসল্লিরা নিরাপত্তার সঙ্গে ঈদের জামাতে নামাজ আদায় করতে পারেন।

র‍্যাব ডিজি আরও বলেন, ঈদের সময় ঢাকা সহ বড় বড় শহরগুলোতে মানুষজন কমে যায় ফলে বাসা বাড়ি ফাঁকা থাকে। তাই ঢাকা বাসাতে চুরি কিংবা দস্যুতা যেন না ঘটে সেজন্য আমরা সজাগ দৃষ্টি রাখছি এবং এখানেও আমরা নিরাপত্তায়ক মূলক ব্যবস্থা নিয়েছি। এ ছাড়া ঈদের ছুটির পর ফিরতি যাত্রা যাতে নির্বিঘ্নে হয় সেখানেও আমাদের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এ ছাড়া জাল টাকা, মলম পার্টি ও বিভিন্ন ধরনের অপরাধ প্রতিরোধেও আমরা নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। ইনশাআল্লাহ আমরা আশাবাদী এবারের ঈদ আমরা নির্বিঘ্নে করতে পারব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের রাতে যুবককে গলা কেটে হত্যার চেষ্টা

যাত্রীদের পৌঁছে দেওয়াই ধর্ম, বললেন ট্রেনচালক

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিএনপি নেতা ও মাদ্রাসাছাত্রের

আধিপত্য বিস্তারকে নিয়ে বিএনপি নেতার নির্দেশে হামলা

দ্বিতীয় দফায় মিয়ানমারে ত্রাণ পাঠাল বাংলাদেশ

চোটে পড়া হলান্ডকে নিয়ে আশাবাদী ম্যানসিটি

মেসির সুরক্ষা নিয়ে বিতর্ক! ব্যক্তিগত বডিগার্ডের মাঠে প্রবেশ নিষিদ্ধ

জুলাই শহীদ রাসেলের বাড়িতে হাসনাত আবদুল্লাহ

মালয়েশিয়ায় গ্যাস পাইপলাইনে লিকেজ, ভয়াবহ আগুন

রেফারি নাকি ব্রুস লি?—মাঠে ঢুকে পড়া কোচকে রেফারির ‘কুংফু কিক’

১০

জুলাই আন্দোলনের নারীদের ভূয়সী প্রশংসা মার্কিন পররাষ্ট্র দপ্তরের

১১

ইনজুরি কাটিয়ে ফেরার লড়াইয়ে হার না মানার বার্তা নেইমারের

১২

ঈদে ঘুরতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

১৩

ফিলিস্তিনের সমর্থনে কায়রোয় লাখো জনতার মিছিল

১৪

পেনাল্টি ঠেকিয়ে পুরস্কার হিসেবে ডিম পেলেন গোলকিপার!

১৫

সন্ধ্যার মধ্যে ঝড়ের পূর্বাভাস, ১নং সতর্কসংকেত

১৬

বিএনপি নেতার বিরুদ্ধে জামায়াত নেতাকর্মীদের বাড়িতে হামলার অভিযোগ

১৭

ঈদের ছুটি শেষে মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেন চালু

১৮

ঈদের নামাজ পড়তে দেওয়া হয়নি ইমরান খানকে

১৯

ঈদে অতিরিক্ত খাওয়ার পর অস্বস্তি? জেনে নিন করণীয়

২০
X