মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৫, ০৮:৪৫ এএম
অনলাইন সংস্করণ

জুলাই আন্দোলনের নারীরা পেলেন মার্কিন অ্যাওয়ার্ড

পুরোনো ছবি
পুরোনো ছবি

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকে সম্মানজনক ‘ম্যাডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড’ পেয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া একদল সাহসী নারী। আগামী ১ এপ্রিল এ পুরষ্কার প্রদান অনুষ্ঠান পরিচালনা করবেন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও এবং ফার্স্ট লেডি মিলানিয়া ট্রাম্প।

শনিবার (২৯ মার্চ) স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, গত বছর জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে সহিংস দমন-পীড়নের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে একদল সাহসী নারী নেতৃত্ব দিয়েছেন। হুমকি ও সহিংসতা সত্ত্বেও তারা নিরাপত্তা বাহিনী এবং পুরুষ বিক্ষোভকারীদের মধ্যে দাঁড়িয়ে অসাধারণ সাহসিকতা প্রদর্শন করেছেন।

ওয়েবসাইটে বলা হয়, যখন পুরুষ সহকর্মীদের গ্রেপ্তার করা হয়েছিল, তখন নারীরা ইন্টারনেট সম্পূর্ণ বন্ধ থাকার সময়ও সেন্সরশিপ প্রচেষ্টাকে উপেক্ষা করে যোগাযোগ চালিয়ে যান এবং বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার জন্য উদ্ভাবনী উপায় খুঁজে বের করেন। চরম অনিশ্চয়তার মধ্যে এ নারীদের সাহসিকতা ছিল ‘সাহসের সংজ্ঞা’।

ওয়েবসাইটে আরও উল্লেখ করা হয়, মেডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছে ‘উইমেন স্টুডেন্ট প্রোটেস্ট লিডারস অব বাংলাদেশ’।

উল্লেখ্য, ২০০৭ সাল থেকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ৯০টিরও বেশি দেশের ২০০ জনের বেশি নারীকে পুরস্কৃত করে তাদের সাহস ও নেতৃত্বের স্বীকৃতি দিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন কূটনৈতিক মিশনগুলো তাদের আয়োজক দেশ থেকে একজন করে সাহসী নারীকে মনোনীত করে। এরপর চূড়ান্ত প্রার্থীদের বাছাই করা হয়, যা পররাষ্ট্র দপ্তরের শীর্ষ কর্মকর্তারা অনুমোদন করেন।

এদিকে পুরষ্কার প্রাপ্তির পর শনিবার রাতেই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। তিনি এই পুরষ্কার প্রত্যাখান করেছেন বলে জানান।

স্ট্যাটাসে উমামা বলেছেন, ইউএস স্টেট ডিপার্টমেন্ট কর্তৃক ‘ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ’ অ্যাওয়ার্ড ২০২৫ এর পক্ষ থেকে জুলাই অভ্যুত্থানে নারীদের অবদানের স্বীকৃতিস্বরূপ নারী আন্দোলনকারীদের বিশেষ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। এই অ্যাওয়ার্ডের অধীনে ‘ম্যাডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড’ হিসেবে জুলাই অভ্যুত্থানের সকল নারীদের এই পুরস্কার দেওয়া হয়েছে। এ বিষয়ে কর্তৃপক্ষের ওয়েবসাইটে দেওয়া লেখাটি নিজের পোস্টে উদ্ধৃত করেন তিনি।

তিনি বলেন, আগামী ১ এপ্রিল, ২০২৫ যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও এবং ফার্স্ট লেডি মিলানিয়া ট্রাম্প পুরস্কার প্রদান অনুষ্ঠানটি পরিচালনা করবেন।

কেন তিনি পুরস্কার প্রত্যাখ্যান করেছেন- সে বিষয়ে উমামা বলেন, নারী আন্দোলনকারীদের কালেক্টিভ স্বীকৃতি আমাদের জন্য অত্যন্ত সম্মানজনক। তবে ২০২৩ সালের অক্টোবরে ফিলিস্তিনের ওপর ইসরায়েলের নারকীয় হামলাকে প্রত্যক্ষভাবে এন্ডোর্স করে যাওয়ার জন্য এ অ্যাওয়ার্ডটি ব্যবহৃত হয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতা যুদ্ধকে অস্বীকার করে পুরস্কারটি ইসরায়েলের হামলাকে যে প্রক্রিয়ায় জাস্টিফাই করেছে তা পুরস্কারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে। যেখানে ফিলিস্তিনি জনগণ তাদের মৌলিক মানবাধিকার(ভূমির অধিকার) থেকে বঞ্চিত হয়ে আসছে। তাই ফিলিস্তিনি স্বাধীনতা সংগ্রামের প্রতি সম্মান রেখে এই পুরস্কার আমি ব্যক্তিগতভাবে প্রত্যাখ্যান করলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই শহীদ রাসেলের বাড়িতে হাসনাত আবদুল্লাহ

মালয়েশিয়ায় গ্যাস পাইপলাইনে লিকেজ, ভয়াবহ আগুন

রেফারি নাকি ব্রুস লি?—মাঠে ঢুকে পড়া কোচকে রেফারির ‘কুংফু কিক’

জুলাই আন্দোলনের নারীদের ভূয়সী প্রশংসা মার্কিন পররাষ্ট্র দপ্তরের

ইনজুরি কাটিয়ে ফেরার লড়াইয়ে হার না মানার বার্তা নেইমারের

ঈদে ঘুরতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

ফিলিস্তিনের সমর্থনে কায়রোয় লাখো জনতার মিছিল

পেনাল্টি ঠেকিয়ে পুরস্কার হিসেবে ডিম পেলেন গোলকিপার!

সন্ধ্যার মধ্যে ঝড়ের পূর্বাভাস, ১নং সতর্কসংকেত

বিএনপি নেতার বিরুদ্ধে জামায়াত নেতাকর্মীদের বাড়িতে হামলার অভিযোগ

১০

ঈদের ছুটি শেষে মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেন চালু

১১

ঈদের নামাজ পড়তে দেওয়া হয়নি ইমরান খানকে

১২

ঈদে অতিরিক্ত খাওয়ার পর অস্বস্তি? জেনে নিন করণীয়

১৩

রহস্যজনক নিখোঁজদের মধ্যে ৩ মার্কিন সেনার সন্ধান

১৪

আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে

১৫

ইসরায়েলের মন্ত্রিসভায় ভাঙনের সুর, অর্থমন্ত্রীর পদত্যাগ

১৬

সাতসকালে ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

১৭

ঈদের দ্বিতীয় দিনেও গাজায় ব্যাপক হামলা, নিহত আরও ৮০

১৮

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৯

আজ ২৪ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়

২০
X