ভুয়া আহতদের কারণে সঠিক ব্যক্তিদের কাছে সহযোগিতা পৌঁছাতে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন।
শুক্রবার (২৮ মার্চ) সকালে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রতিষ্ঠানটির সদস্যরা।
ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ জানান, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের মাঝে এখন পর্যন্ত ৯৬ কোটি ৬৭ লাখ টাকার অনুদান বিতরণ করা হয়েছে। এই অনুদান ৬ হাজার ৩৪১টি পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৩৭ কোটি ২৫ লাখ টাকা ৭৪৫ জন শহীদ পরিবারের মাঝে এবং ৫৯ কোটি ৪১ লাখ টাকা ৫ হাজার ৫৯৬ জন আহত ব্যক্তির মাঝে বিতরণ করা হয়েছে।
এতে আরও জানানো হয়েছে, আন্দোলনে আহত না হয়েও অনেকে আহত সাজার চেষ্টা করছেন। অনেক ভুয়া আহত রয়েছেন, যাদের নিয়ে বিব্রত প্রতিষ্ঠানটি। এই ভুয়া আহতদের কারণে সঠিক লোকদের কাছে সহযোগিতা পৌঁছাতে অনেকটা বিলম্ব হচ্ছে।
এ সময় ‘আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ’ নামে নতুন কর্মসূচি নেয়ার কথা সংগঠনের সদস্যরা। তারা বলেন, এর মাধ্যমে দেশের বিভিন্নপ্রান্তে আহতদের কাছে গিয়ে গিয়ে অনুদান পৌঁছে দেবে সংগঠনটি।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ফান্ড শেষের জানিয়ে নিহত আহত পরিবারকে সহযোগিতা করতে ফান্ড কালেকশনের কথা বলেন তারা। এ ছাড়া এবারের ঈদে নিহত আহত পরিবারগুলোর পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তারা।
মন্তব্য করুন