ঈদের ছুটি শুরু হয়েছে। স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা ছাড়ছেন রাজধানীবাসী। এতে করে ফাঁকা হতে শুরু করেছে যানজটের নগরী ঢাকা।
শুক্রবার (২৮ মার্চ) ভোর থেকেই রাজধানী ছাড়তে ভিড় জমেছে ট্রেন স্টেশন ও বাস টার্মিনালগুলোতে।
বাস টার্মিনালগুলোতে গিয়ে দেখা যায়, টার্মিনালগুলোর সামনে গাড়ির দীর্ঘ সারি রয়েছে। এসব সড়কে গাড়ি ঢুকতে ও বের হতে অনেক সময় লাগছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। কাউন্টারগুলোতে কাঙ্ক্ষিত গাড়ির জন্য অপেক্ষায় রয়েছেন যাত্রীরা।
যাত্রীরা বলছেন, গরম, ভিড় আর যানজট উপেক্ষা করে নিজের স্বজনদের কাছে ঈদ উদযাপন করতে যাওয়ায় আনন্দিত তারা। তবে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন কেউ কেউ।
কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, স্টেশনে ভিড় থাকলেও ট্রেনের সূচি ঠিক থাকায় স্বস্তির কথা জানিয়েছেন যাত্রীরা। তারা বলছেন, যাত্রীর চাপ রয়েছে তবে ট্রেনের সূচি ঠিক থাকায় সবাই নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন।
স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে। সময়মতো ছেড়ে যাচ্ছে ট্রেনগুলো। যাত্রীদের কোনো ভোগান্তি নেই।
এদিকে এবারের ঈদযাত্রায় নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি। তিনি বলেন, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছুটিতে নেই, ফলে ঈদে টানা ছুটি থাকলেও নিরাপত্তায় কোনো বিঘ্ন ঘটবে না।
এবারের ঈদে টানা ৯ দিনের ছুটি শুরু হয়েছে আজ থেকে। যদিও লম্বা ছুটি এবং সার্বিক ব্যবস্থাপনায় যাত্রীরা বাড়তি দুর্ভোগ ছাড়াই ছুটে যাচ্ছেন আপনজনের কাছে।
এদিন সকাল থেকে মিলছে ট্রেনের ৭ এপ্রিলের ফিরতি টিকিট। সকাল ৮টা থেকে এ সময় পাওয়া যাচ্ছে রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট। অন্যদিকে দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট। গেল কয়েকদিনের ধারাবাহিকতা শেষে শুক্রবার রেলপথে চোখে পড়ে চিরচেনা উপচেপড়া ভিড়। যদিও সকল থেকে এখনো পর্যন্ত নেই কোনো সিডিউল বিপর্যয়।
মন্তব্য করুন