কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ০৭:২৮ পিএম
আপডেট : ২৫ মার্চ ২০২৫, ০৮:০৭ পিএম
অনলাইন সংস্করণ

এক সিদ্ধান্তে ঢামেকের বাঁচল ২২ কোটি টাকা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ওষুধ কেনা নিয়ে নতুন সিদ্ধান্তে বরাদ্দ থেকে সাশ্রয় হয়েছে ২২ কোটি টাকা। সরকারি এসেনশিয়াল ড্রাগস কোম্পানি থেকে ওষুধ না কিনে বেসরকারি কোম্পানি থেকে ওষুধ কেনায় এই অতিরিক্ত টাকা সাশ্রয় হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দেশের অন্যান্য সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের মতোই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকেও দেশের একমাত্র রাষ্ট্রীয় ওষুধ কোম্পানি এসেনশিয়াল ড্রাগস কোম্পানি (ইডিসিএল) থেকে ওষুধ কিনতে হয়।

ইডিসিএল ওষুধ উৎপাদন করে সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, উপজেলা হাসপাতাল, জেলা সদর হাসপাতাল এবং কমিউনিটি ক্লিনিকে সরবরাহ করে। কিন্তু সরকারি হাসপাতালগুলোর সব ওষুধের চাহিদা ইডিসিএল পূরণ করতে পারে না। হাসপাতালগুলোকে বাজার থেকেও ওষুধ কিনতে হয়। আবার ইডিসিএলের ওষুধ বাজারে বিক্রি হয় না। সেক্ষেত্রে সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানগুলোকে বিড়ম্বনায় পড়তে হয়। এছাড়া ঢাকা মেডিকেলের মতো বড় হাসপাতালগুলোর একসঙ্গে বেশি (বাল্ক) ওষুধের চাহিদা থাকলেও সেটা মেটাতে হিমশিম খেতে হয় ইডিসিএলকে।

জানা গেছে, এমন অবস্থা নিরসনে বেসরকারি কোম্পানি থেকে ওষুধ কেনার অনুমতি চায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তাতে অনুমোদন দেয়। এরপর থেকেই প্রতিষ্ঠানটি বেসরকারি কোম্পানি থেকে ওষুধ কেনা শুরু করে। আর তাতেই সাশ্রয় হয় প্রায় ২২ কোটি টাকা।

হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, বেসরকারি কোম্পানি থেকে বেশি পরিমাণ ওষুধ একসঙ্গে কিনলে বড় ছাড় পাওয়া যায়, ফলে ওষুধের দাম কমে আসে। কিন্তু ইডিসিএল থেকে ওষুধ কিনলে কোনো ছাড় পাওয়ার সুযোগ নেই।

ইডিসিএলের ওষুধের দাম প্রসঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এক কর্মকর্তা বলেন, ইডিসিএলের ওষুধের দাম বেশি। বর্তমান বাজারে বেসরকারি কোম্পানিগুলো যে দামে ওষুধ বিক্রি করে, ইডিসিএল সেই একই ওষুধ বেশি দামে বিক্রি করে।

উদাহরণ দিয়ে তিনি আরও বলেন, টিসিবির বিভিন্ন পণ্যের দাম বাজারে অন্যান্য কোম্পানির দামের চেয়ে কম থাকে। বিআরটিসি বাসের ভাড়াও কম হয়। সরকারি বিভিন্ন ধরনের সেবা কিন্তু প্রাইভেট সেবার চেয়ে কম মূল্যে পাওয়া যায়। কিন্তু সরকারি ওষুধের মূল্যের ক্ষেত্রে বিষয়টি পুরো উল্টো। এদিকটা নজর দেওয়া দরকার।

ওষুধ শিল্প সংশ্লিষ্টরা বলছেন, বেসরকারি ওষুধ কোম্পানিগুলো মার্কেটিং এবং প্রমোশন বাবদ যে অর্থ ব্যয় করে, সরকারি কোম্পানি হিসেবে ইডিসিএলের সেই খরচ নেই। এসব বিবেচনায় বেসরকারি ওষুধ কোম্পানি থেকে ইডিসিএলের ওষুধের দাম অবশ্যই অনেক কম হওয়া উচিত।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (দক্ষিণ-পূর্ব এশিয়া) সাবেক উপদেষ্টা এবং স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক ডা. মোজাহেরুল হক বলেন, যদি সত্যি সত্যি গুণগত মান, পরিমাণ এবং নির্দিষ্ট পরিমাণ ওষুধ কিনে ওই পরিমাণ টাকা সাশ্রয় হয়ে থাকে, সেটাতো ভালো কথা। তাহলে বাইরে থেকে ওষুধ কেনার অনুমতি দেওয়ার বিষয়ে চিন্তা করা যেতে পারে।

এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, ইডিসিএলকে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে দক্ষ হতে হবে। ইডিসিএল থেকে এনওসি নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল অন্য জায়গা থেকে ওষুধ কিনে ২২ কোটি টাকা সাশ্রয় করেছে। এটা কোনোমতেই সমর্থনযোগ্য না। কারণ বেশি টাকা দিয়ে তারা কেন ইডিসিএল থেকে ওষুধ কিনবে? ইডিসিএল যে দামে ওষুধ বিক্রি করে তার চেয়ে কম দামে মার্কেটে ওষুধ পাওয়া যাচ্ছে। গুণগত মানে ছাড় দিতে বলা হচ্ছে না কিন্তু ইডিসিএলের দক্ষতা বাড়াতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহাগড়ায় অবসরপ্রাপ্ত মেজরের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

ট্রাম্পের ভণ্ডামিতেই কি গাজার সংকট বাড়ল

নামাজ পড়ায় সাইকেলসহ নানা পুরস্কার পেল শিশু-কিশোররা

গুলশানে ডিশ ব্যবসায়ী সুমন হত্যায় গ্রেপ্তার ২

আন্তর্জাতিক মিলিটারি আর্চারি টুর্নামেন্টে তৃতীয় সশস্ত্র বাহিনী

প্রতারণার ফাঁদে ৩০ হাজার টাকা খোয়ালেন জবি শিক্ষার্থী

বেসরকারি ৯ বিশ্ববিদ্যালয়ের পদবঞ্চিতদের বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ

‘বঙ্গবন্ধু এভিনিউ’সহ নানা স্থাপনার নাম পরিবর্তন

ঈদের আগে সুদের টাকার ঝগড়ায় শিশুর করুণ পরিণতি

ডিসেম্বরের মধ্যে দ্রুত নির্বাচন ও ভোটের অধিকার চায় জনগণ : খোকন

১০

স্বাধীনতা অক্ষুণ্ন রাখতে প্রত্যেক সদস্য প্রস্তুত রয়েছে : সেনাপ্রধান

১১

গণহত্যা ভয়ংকর ও বিপজ্জনক দৃষ্টান্ত : স্বপন

১২

ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে : আমিনুল হক

১৩

গণঅভ্যুত্থানে আহত ইমরানের খোঁজ নিলেন তারেক রহমান

১৪

হামিম গ্রুপের জিএম আহসান উল্লাহর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৫

‘আমার পরিবারের পঞ্চাশ বছর আগেও ৫০টি গাড়ির ভাড়া দেওয়ার সামর্থ্য ছিল’

১৬

পঙ্গু হাসপাতালে ঈদ উপহার বিতরণ এ্যাবের

১৭

প্রতিবাদ চলবে, আঘাত কিংবা মৃত্যুর জন্য প্রস্তুত : হান্নান মাসুদ

১৮

ছোট হয়ে আসছে দেশের শ্রমবাজার, রপ্তানি কমেছে ৩০ শতাংশ

১৯

দ্রুত নির্বাচন দিলে সংস্কারও দ্রুত হবে : টুকু

২০
X