মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আগামীকাল (২৬ মার্চ) ভিভিআইপিদের নিরাপত্তা ও চলাচল নির্বিঘ্ন করার লক্ষ্যে ভোর ৩টা থেকে সকাল ৮টা পর্যন্ত গাবতলী-আমিন বাজার-সাভার-নবীনগর সড়কে সাধারণ যান চলাচল বন্ধ থাকবে।
মঙ্গলবার (২৫ মার্চ) এক তথ্য বিবরণীতে এসব নির্দেশনা বলা হয়।
নির্দেশনায় বলা হয়, এই সময়ে গাবতলী থেকে ছেড়ে যাওয়া যানবাহনগুলো বিকল্প রুট হিসেবে মিরপুর মাজার হয়ে বেড়িবাঁধ দিয়ে ধউর-আশুলিয়া-বাইপাইল রুট এবং উত্তরা-আব্দুল্লাহপুর-টঙ্গী-গাজীপুর চন্দ্রা রুট ব্যবহার করবে।
এতে আরও বলা হয়, ঢাকা-আরিচা ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ব্যবহারকারী ঢাকা অভিমুখী ও ঢাকা থেকে ছেড়ে যাওয়া সব ধরনের যানবাহনকে আগামী ২৬ মার্চ ভোর ৩টা থেকে সকাল ৮টা পর্যন্ত বিকল্প গমনাগমন পথ ব্যবহার করার জন্য ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা গাবতলী-আমিন বাজার-সাভার হয়ে জাতীয় স্মৃতিসৌধে প্রত্যুষে পুষ্পস্তবক অর্পণ শেষে একই পথে ঢাকায় ফিরে আসবেন।
মন্তব্য করুন