আওয়ামী লীগ নেতারা গুজব ছড়ানোয় পিএইচডি ডিগ্রিধারী এবং গুজবের মাস্টার বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা।
সোমবার (২৪ মার্চ) রাতে তার ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন।
ফেসবুক স্ট্যাটাস গোলাম মোর্তজা লেখেন, নিষিদ্ধ ছাত্রলীগই বাংলাদেশের একমাত্র সংগঠন যারা শিক্ষার্থীদের ধর্ষণ করে। তাদের নেতা ধর্ষণের সেঞ্চুরি উৎসব করে। ছাত্রলীগের এই ‘ঐতিহ্য’ বাংলাদেশের আর কোনো সংগঠনের তো নেই-ই, পৃথিবীর ইতিহাসেও নজিরবিহীন।
তিনি আরও লেখেন, নিষিদ্ধ ছাত্রলীগই বাংলাদেশে একমাত্র সংগঠন যার নেতারা পদের বিনিময়ে অনৈতিক সুবিধা নেয়। এখন নারীদের নিয়ে যে নিপীড়নমূলক পোস্ট দেখছেন, এগুলো আ.লীগের কাছে খুবই সাধারণ ব্যাপার।
ওই স্ট্যাটাসে মোর্তজা লেখেন, আ.লীগ নেতারা গুজব ছড়ানোয় পিএইচডি ডিগ্রিধারী। ক্ষমতার আ. লীগ ছিল গুজবের মাস্টার। পলাতক ভার্চুয়াল আ. লীগ গুজব ছড়ানোয় তুলনাহীন। আ.লীগের তুলনা শুধুই আ.লীগ।
মন্তব্য করুন