কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ০৬:১১ পিএম
অনলাইন সংস্করণ

নিয়ন্ত্রক সংস্থার আশীর্বাদ ছাড়া দুর্নীতি হতে পারে না : বিএপিএলসি সভাপতি

সিএমজেএফ আয়োজিত ‘সিএমজেএফ টক’- এ কথা বলেন বিএপিএলসির সভাপতি রূপালী হক চৌধুরী। ছবি : কালবেলা
সিএমজেএফ আয়োজিত ‘সিএমজেএফ টক’- এ কথা বলেন বিএপিএলসির সভাপতি রূপালী হক চৌধুরী। ছবি : কালবেলা

নিয়ন্ত্রক সংস্থার আশীর্বাদ ছাড়া দুর্নীতি হতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সভাপতি ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রূপালী হক চৌধুরী। তিনি বলেন, যারা দুর্নীতি করে তাদের কিছু না কিছু শাস্তির ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, দেশকে ভালোবাসা আমাদের সবকিছুর শেষে পড়ে আছে। আমাদের একমাত্র মন্ত্র হওয়া উচিত মানুষের জীবনমান উন্নত করা। সেটাই যদি আমার মন্ত্র হয়, তাহলে আমার আর হাজার হাজার কোটি টাকার দরকার হয় না। এক জীবনে আমি কত কোটি খাব, একসঙ্গে কয়টা বিছানায় আমরা ঘুমাতে পারব, কয়টা বাড়িতে আমরা থাকতে পারব? সুতরাং, আমাদের ভিতরে একটা চেতনা আসতে হবে। সেটা হলো- আমি দেশের জন্য কিছু করব।

রোববার (২৩ মার্চ) পুঁজিবাজার নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) আয়োজিত ‘সিএমজেএফ টক’- এ তিনি এসব কথা বলেন। সিএমজেএফ সাধারণ সম্পাদক আবু আলীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গোলাম সামদানী ভূঁইয়া।

সিএ ফার্মের জবাবদিহিতার জায়গা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে রূপালী হক বলেন, তালিকভুক্ত কিছু কোম্পানি প্রকৃত খেলাপি ঋণ না দেখিয়ে আর্থিক প্রতিবেদনে অনেক কম দেখাতো। এই অডিট রিপোর্ট করতো সিএ ফার্ম। করাপশন ক্যান নট হ্যাপেন, ইফ ইট ডাজ নট হ্যাভ দ্য ব্লেসিং অফ দ্য রেগুলেটরি বডি (নিয়ন্ত্রক সংস্থার আশীর্বাদ ছাড়া দুর্নীতি হতে পারে না)। যে অডিট ফার্ম এ ধরনের (অনিয়মের) রিপোর্ট করেছে তার লাইসেন্স বাতিল করতে হবে। আমাদের উদাহরণ সৃষ্টি করতে হবে। যারা এ ধরনের দুর্নীতি করে তাদের কিছু না কিছু শাস্তি পেতে হবে।

তিনি বলেন, আমার রেগুলেটরি বডি (নিয়ন্ত্রক সংস্থা) এমন হতে হবে যেখানে যে দোষ করবে তাকেই শাস্তি দেওয়া হবে। মানুষ কাজ করে দুই কারণে। একটা হলো- ইনসেনটিভ, আরেকটা হচ্ছে- শাস্তি। সুতরাং আপনি কোনো রকমের কিছু করলেন না, তাহলে তো ওই লোকগুলো আরও বেশি সুযোগ পেয়ে যাচ্ছে। খেলাপি ঋণ ২০ শতাংশ করে কিছু টাকা ছাপিয়ে দেখালাম আমার চলছে, চলছে, চলছে। এটা হতে পারে না। আমার সবাই ওখানে। আমি নিজেও ওখানে আছি, যে নিয়ন্ত্রক সংস্থার উনিও আছেন। আবার যিনি অডিট রিপোর্ট করছেন, উনিও আছেন।

বিএপিএলসি সভাপতি বলেন, আমি নিজে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েছি। কয় পয়সা বেতন দিয়েছি। তাহলে এখন আমাদের দায়িত্ব কী? দেশকে ফিরিয়ে দেওয়া এবং সেই কাজটি আমাদের সবাইকে করতে হবে। যে করবে না তাকে শাস্তি পেতে হবে। ছোটবেলায় দেখেছি আমাদের শিক্ষকরা রেসপেক্টেড ছিলেন, একজন ভালো ডাক্তার রেসপেক্টেড ছিলেন। আমাদের ওই সমাজে ফিরে যেতে হবে। যদি দরকার হয় সারা বাংলাদেশের বাঙালিদের রক্ত ট্রান্সফিউশন করে ফেলতে হবে। ট্রান্সফিউশন দিয়ে ঠিক করতে হবে, আমরা দুর্নীতিগ্রস্ত হব না, আমরা ভালো মানুষ হব।

বেশিরভাগ মানুষই সত্যিকার অর্থে ভালো থাকতে চায় উল্লেখ করে তিনি বলেন, অল্প কিছু ব্যক্তির দ্বারা আমরা ডিফাইনড (চিহ্নিত) হচ্ছি, এটা ঠিক না। আমরা বেশিরভাগ মানুষ সৎ থাকতে চাই। আমরা ধর্মভীরু, আমরা ভালো কাজ করতে চাই। কিছু একটা জায়গায় আমরা কেমন যেন হতবিহ্বল হয়ে যাচ্ছি। এখন সময় জেগে ওঠার। এটা আমার, আপনার সবার কাজ। অবশ্যই আমরা সবাই মিলে দেশটাকে পরিবর্তন করব। আমি এ ব্যাপারে আশাবাদী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্র আন্দোলনে হামলার মামলার আসামি প্রয়াত মুক্তিযোদ্ধা

৫ আগস্টের টেকনিক ব্যবহার করে তরুণরা নির্বাচনে জিতবে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সংসদের বাইরে সমস্যার কোনো সমাধান নেই : আমির খসরু

খুলনা জেলা বিএন‌পির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা

ঈদকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করছে আওয়ামী লীগ : আবু হানিফ

কোটি টাকার পাথর লুট, বিএনপির ৩১ জনের নামে মামলা

কৃষক দল নেতাকে জবাই করে হত্যা

খুলনা জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন

প্রধান বিচারপতিকে সম্মাননা দিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়

ঈদের ছুটিতে কেমন থাকবে আবহাওয়া

১০

শিলং থেকে দেশে ফিরল বাংলাদেশ দল, হামজা যাচ্ছেন ইংল্যান্ডে

১১

মন্দিরের তালা কেটে কৃষ্ণের মূর্তি চুরি

১২

মেয়ের পালিয়ে বিয়ে, গরিব বেয়াইর পরিবারকে ডেকে বিএনপি নেতার নির্যাতন

১৩

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

১৪

৬৬ বছরের বৃদ্ধকে বিয়ে করলেন কলেজছাত্রী আইরিন

১৫

যুদ্ধবিরতি ভেঙে ফিলিস্তিনিদের নিয়ে ইসরায়েলের নতুন সিদ্ধান্ত

১৬

চীনা সহায়তায় সামরিক শক্তিতে বলীয়ান হচ্ছে বাংলাদেশ

১৭

নতুন পরিচয়ে নিশো, দিলেন বড় চমক

১৮

আকরাম খানকে বলা হয়েছিল তামিম মারা গেছেন

১৯

বীর শহীদদের আত্মার শান্তি কামনায় পূজা কমিটির বিশেষ প্রার্থনা

২০
X