কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ঈদে রাজধানীতে যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপি’র নির্দেশনা 

পুরোনো ছবি
পুরোনো ছবি

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রাজধানীর পান্থপথ এবং নিউমার্কেটসহ বেশকিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণে কয়েকটি নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (১৭ মার্চ) ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রাজধানীর বিভিন্ন মার্কেট কেন্দ্রিক কেনাকাটার জন্য বিপুল জনসমাগম হচ্ছে। বিভিন্ন মার্কেটে ঈদ কেনাকাটায় আগত জনসাধারণ এবং মার্কেট এলাকা দিয়ে চলাচলকারী যানবাহনের সুবিধার্থে নিম্নোক্ত ক্রসিংসমূহে আগামী ২১ ও ২২ মার্চ এবং ২৬ মার্চ হতে ঈদের পূর্বদিন পর্যন্ত প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ১০ টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় যানবাহনের চাপ বেশি হলে উক্ত এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণের জন্য তথা মহানগরের অন্যান্য রাস্তা চলমান রাখার জন্য প্রয়োজনবোধে মাঝে মাঝে নিম্নরূপ ডাইভারসন দেওয়া হবে-

১. সোনারগাঁও ক্রসিং হতে পান্থপথ (বীর উত্তম কাজী নুরুজ্জামান সড়ক) হয়ে পান্থপথ এলাকা/নিউমার্কেট এলাকা/ধানমন্ডি/মোহাম্মদপুর/ঝিগাতলা/মিরপুর গামী যানবাহনসমূহকে ফার্মগেইট বা শাহবাগ এর দিকে ডাইভারসন দেওয়া হবে।

২. পান্থপথ গ্রীণ রোড ক্রসিং হতে সোনারগাঁও ক্রসিংগামী যানবাহনসমূহকে (পান্থপথে ইউটার্নকারী যানবাহনসহ) গ্রিন রোডে/রাসেল স্কয়ার বা ফার্মগেইটের দিকে ডাইভারসন দেওয়া হবে।

৩. মিরপুর রোড ও ধানমন্ডি থেকে আগত সাইন্সল্যাব ইন্টারসেকশন হয়ে নিউমার্কেটগামী যানবাহন সমূহকে (সিটি বাস ব্যতীত) সাইন্সল্যাব ক্রসিং হতে বামে মোড় নিয়ে এলিফ্যান্ট রোড বা কাটাবন রোড অথবা পলাশী ক্রসিং হয়ে চলাচলের জন্য ডাইভারসন দেওয়া হবে।

৪. নিউমার্কেট ক্রসিং-এ নিউমার্কেটের সামনে দিয়ে মিরপুর সড়কগামী যানবাহন সমূহকে (সিটি বাস ব্যতীত) নিউমার্কেট ক্রসিং হতে নীলক্ষেত ক্রসিং বা আজিমপুর ক্রসিং বা নিউমার্কেট-পিলখানা সড়কের দিকে ডাইভারসন দেয়া হবে।

এতে বলা হয়, আগামী ২১ ও ২২ মার্চ এবং ২৬ মার্চ তারিখ হতে ঈদের পূর্বদিন পর্যন্ত উপরোক্ত ডাইভারসন পান্থপথ (বীর উত্তম কাজী নুরুজ্জামান সড়ক) এবং নিউমার্কেট এলাকায় যানবাহনের চাপ বিবেচনা করে মহানগরের অন্যান্য রাস্তা চলমান রাখার জন্য প্রয়োজনবোধে মাঝে মাঝে বলবৎ করা হবে।

এছাড়া বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরবাসীর ঈদ কেনাকাটা সুগম করার জন্য কেনাকাটা ব্যতীত অন্যান্য যানবাহন সমূহকে আগামী ২১ ও ২২ মার্চ এবং ২৬ মার্চ তারিখ হতে ঈদের পূর্বদিন পর্যন্ত প্রত্যহ দুপুর ০১ টা থেকে রাত ১০ টা পর্যন্ত বিভিন্ন মার্কেট সংলগ্ন রাস্তা যথাসম্ভব পরিহার করে বিকল্প পথে চলাচলের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

নিউমার্কেট ক্রসিং হতে সাইন্সল্যাব ক্রসিং পর্যন্ত মিরপুর রোডের উভয় পাশে রিকশা চলাচলের জন্য আলাদা লেন (যে লেন দিয়ে কমপক্ষে ৩টি রিকশা পাশাপাশি চলতে পারবে) তৈরি করা হচ্ছে। সকল রিকশা চালক ও যাত্রীদের উক্ত লেনে চলাচল করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে ডিএমপি’র পক্ষ থেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাইয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ

ঈদ উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির নির্দেশনা 

ষড়যন্ত্রকারীদের রুখে দিতে ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে যেতে হবে : আমিনুল হক

ট্রাম্প-মোদির মিল যেখানে

যমুনা রেলসেতু দিয়ে আনুষ্ঠানিকভাবে ট্রেন চলবে আজ

টিভিতে আজকের খেলা 

গাজায় ব্যাপক বিমান হামলা, নিহত বহু

দশ বছরের শিশুকে ধর্ষণ, অতঃপর...

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

২৮ মার্চের ট্রেনের টিকিট বিক্রি আজ

১০

১৮ মার্চ : আজকের নামাজের সময়সূচি

১১

১৮ মার্চ : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১২

যশোরে চিহ্নিত সন্ত্রাসী ট্যাটু সুমনের গুলিতে আরেক সন্ত্রাসী সাদী নিহত

১৩

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে স্বাগত জানিয়েছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

১৪

রাতের আধারে আলো নিভিয়ে দোকান পাট ভাঙচুর ও লুটপাট

১৫

ডিসি পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে জনতার হাতে আটক

১৬

ফেসবুক স্ট্যাটাস নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ১৩

১৭

জাবিতে ২৮৯ শিক্ষার্থী বহিষ্কার, সাময়িক বরখাস্ত ৯ শিক্ষক

১৮

চিকিৎসক প্রাণ গোপালের মেয়েকে হেনস্তার চেষ্টার ঘটনায় শাহবাগ থানায় জিডি

১৯

চাঁদপুরে দিনমজুরকে গলা কেটে হত্যা

২০
X